শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ১১:৩৯:০৯

খবরটি শুনে আনন্দে কেঁদে ফেলেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা

খবরটি শুনে আনন্দে কেঁদে ফেলেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অবশ্যই অনেক আনন্দের। এমন খবরটি শুনে খুশির আমেজ শুরু হয়েছে সারাদেশে। আফ্রিকা অঞ্চলে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করেছে আইসিসি। ফলে বাংলাদেশ প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে।

জানা যায়, জিম্বাবুয়েতে বাছাই পর্ব খেলতে থাকা বাংলাদেশের নারী দল স্বপ্ন পূরণের খবরটি পায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। সেই খবর শুনে জ্যোতি-রুমানারা আনন্দে কেঁদে ফেলেছিলেন। কেউ কেউ তো নাওয়া-খাওয়া ভুলে আনন্দ-নৃত্যেই মশগুল থেকেছেন। যারা কোনও দিন ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি, তাদের আনন্দ-উচ্ছ্বাসের ধরন তো এমন হওয়াই স্বাভাবিক।

বিশ্বকাপের টিকিট পাওয়ার পর জিম্বাবুয়ে থেকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ‘কয়েক ঘণ্টা আগে আমাদের কাছে যখন খবর এলো, আনন্দে আমরা কান্নাকাটি করেছি। খাওয়া-দাওয়া ভুলে গেছি। আসলে আমরা এটার জন্য অনেক কষ্টে করেছি। কষ্ট করেই তো পাঁচ নম্বর র‌্যাঙ্কিংয়ে এসেছি। সেই কষ্টের ফল আমরা অবশেষে পেয়েছি। এই আনন্দ কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে