সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ০১:১২:১৮

আবারও মুমিনুল বাহিনীর ভাগ্য মুশফিক-লিটনের হাতে!

আবারও মুমিনুল বাহিনীর ভাগ্য মুশফিক-লিটনের হাতে!

পরপর তিনদিন প্রথম ঘণ্টা তথা সকালের সেশনে ছড়ি ঘোরালেন বোলাররা। প্রথম দু’দিন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আর হাসান আলি। তাদের ফাস্ট বোলিং তোড় সামলাতে পারেনি মুমিনুলের দল। আর আজ রোববার তৃতীয় দিনের প্রথম সেশনের নায়ক বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল। তার স্পিন ঘূর্ণিতে বেসামাল পাকিস্তানীরা।

এখন প্রশ্ন হলো আগামীকাল চতুর্থ দিনের প্রথম সেশনে কী হবে? পাকিস্তানী ফাস্টবোলাররা আবার বল হাতে আগুন ঝরাবেন? আগের ৩ দিনের মত চতুর্থ দিনের প্রথম সেশনটিও হবে বোলারদের?

নাকি মুশফিক, ইয়াসির আলি আর লিটন দাস-মেহেদি হাসান মিরাজরা এবার সাহস আর আত্মবিশ্বাস নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন? তুলতে হবে।

এ ম্যাচে নিজেদের অস্তিত্ব ধরে রাখার পাশাপাশি সম্ভাবনা জিইয়ে রাখতে সোমবারের সকালটি দাঁতে দাঁত চেপে লড়াই-সংগ্রাম করে উইকেটে টিকে থাকা ছাড়া পথ নেই হবে মুশফিক, ইয়াসির আলী, লিটন দাস আর মিরাজ- তাইজুলদের।

তারা কী তা পারবেন? প্রথম ইনিংসে লিটন আর মুশফিকের ২০৬ রানের দীর্ঘ পার্টনারাশিপে কেটেছিল শুরুর বিপর্যয়? এবার দ্বিতীয় ইনিংসে অমন একটি কিংবা অন্তত দেড়শো রানের একটি জুটি হলেও সম্ভাবনার প্রদীপ জেলে থাকবে মুমিনুলদের।

লিটন দাসের অনবদ্য শতরান (১১৪), মুশফিকের লড়াকু ৯২ আর বাঁ-হাতি স্পিনার তাইজুলের ৭ উইকেট- এ ম্যাচে টাইগারদের বড় অর্জন। যার ফলশ্রুতিতে এখনো লড়াইয়ে টিকে আছে মুমিনুল বাহিনী। স্বাগতিকদের শেষ পরিণতি কী? তা অনেকটাই জানা যাবে কাল সকালের সেশনে।

প্রথম দিন ৪৯ রানে ৪ উইকেট পতনের পর কঠিন সংকটে; বিপর্যয়ে লিটন দাস আর মুশফিকুর রহিম পঞ্চম উইকেটে খাদের কিনারায় পড়ে গিয়েও যেভাবে দলকে টেনে তুলেছিলেন, ঠিক তেমন একটি জুটিই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে