সোমবার, ০৬ ডিসেম্বর, ২০২১, ১২:১৪:৩২

বাবর আজম একাই ১০ উইকেট নিয়ে হয়ে গেলেন ইতিহাসের সেরা বোলার

বাবর আজম একাই ১০ উইকেট নিয়ে হয়ে গেলেন ইতিহাসের সেরা বোলার

বৃষ্টিতে খেলা বন্ধ, ইনডোরে দুদলের ক্রিকেটাররা হালকা অনুশীলনে অলস সময় পার করছিলেন। আবার মাঠে নামা সম্ভব হয় তার নিশ্চয়তা নেই। এমন অনিশ্চয়তার সময়টায় খেলা বন্ধ রাখেনি পাকিস্তান দল। অবশ্য সেটা ড্রেসিং রুমের মধ্যেই সীমাবদ্ধ। 

ড্রেসিং রুমে ব্যাট-বল নিয়ে নেমে পড়লেন পাক অধিনায়ক বাবর আজম। সে খেলায় ‘ইতিহাসও’ গড়ে ফেললেন। হয়ে গেলেন ইতিহাসের সেরা বোলার। বল হাতে ১০ উইকেট তুলে নিয়েছেন তিনি!

ভারতের বিরুদ্ধে মুম্বাই টেস্টে এক ইনিংসের ১০ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েছেন কিউই তারকা এজাজ প্যাটেল। বাবর আজমের দাবি, একাই ১০ উইকেট নিয়ে শেরে বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের এজাজ প্যাটেল হয়েছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছে সেই ভিন্ন আমেজের ড্রেসিংরুম ম্যাচের ভিডিও। ক্যাপশনে তারা লিখেছে, ‘বৃষ্টি হয়ত আমাদের ছেলেদের মাঠের বাইরে রেখেছে। তবে তারা ড্রেসিংরুমে একটি মজাদার ম্যাচ খেলেন। বাবর আজম প্রথমে ব্যাট করতে নামেন এবং বেশ সতর্কভাবে শুরু করেন। তবে ইমামের একটি আগুনে ডেলিভারি তার ইনিংসে সমাপ্তি টেনে দেয়।’

ভিডিওর থ্রেডে সেই ‘ম্যাচের’ আরও দুটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়, ‘বাবর তার প্রতিশোধ নেন। সউদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়েন। ইমাম ব্যাট করতে এলে ডিআরএস ব্যবহার করতে হয়। বাবর আগুনে বোলিং করেন। তার দাবি তিনি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে