মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ০৮:৫১:২৭

সেই ভবিষ্যদ্বাণী সত্যি করতে পারলেন না আশরাফুল

সেই ভবিষ্যদ্বাণী সত্যি করতে পারলেন না আশরাফুল

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত শুরু করতে সমর্থ হয়েছেন টাইগার বাহিনী। তবে চলমান দ্বিতীয় টেস্টে যেন অনেকটা খেই হারিয়ে ফেলেছে মুমিনুলরা! কিন্তু এমন বিপর্যয়েও লিটন দাস কিন্তু তার ধারাবাহিক দক্ষতার প্রমাণ রাখতে পেরেছে। যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে সর্বশেষ ১০ ইনিংসের মধ্যে দুইটি সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। এছাড়াও সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন দুইবার। এক ইনিংসে করেছেন ৯৬ রান এবং অপর ইনিংসে করেছেন ৮৬ রান।

এদিকে দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে নিয়ে এর আগেও একাধিকবার ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ স্রোতের বিপরীতে থেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। যেখানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সকল ব্যাটসম্যান সেখানে নিজের ছন্দে খেলে গেছেন তিনি। তাইতো টুইটারে হার্শা ভোগলে বলেছেন লিটন দাসকে নিয়ে তার অনুমান সঠিক হয়েছে বলে তিনি মনে করেন।

এনিয়ে টুইটারে হার্শা লিখেন, “মাঝে মধ্যে কিছু কাজ নিয়ে আপনার ভালো অনুভূতি অনুভব করবে, যখন দেখবেন আপনি যাদের নিয়ে বড় কিছু অনুমান করবেন, সেটা ঘটতে যাচ্ছে”। “আমি যদি আরও পেছনে ফিরে যাই, তাহলে বলব মাইকেল ক্লার্ককে নিয়ে আমার অনুমানও সঠিক ছিল। অনুমান আশরাফুলের ওপর ভুল ছিল। রোহিত এবং রাহুলের প্রতি অনুমান দারুণ ছিল, যেমনটা ছিল কেপি’র ক্ষেত্রে। উমর আকমলের প্রতি আমার অনুমান সঠিক ছিল না। এখন পর্যন্ত শুভমান গিল ও সাঞ্জু স্যামসনকে নিয়ে আমার অনুমান মিশ্র ফলাফল দিয়েছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে