বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ১০:০৫:১০

বাংলাদেশ দলকে আগের মতো শক্তিশালী করতে হেডকোচ হয়ে আসছেন হাথুরু সিংহে!

বাংলাদেশ দলকে আগের মতো শক্তিশালী করতে হেডকোচ হয়ে আসছেন হাথুরু সিংহে!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলে কোচ হিসেবে সবচেয়ে সফল এখন পর্যন্ত হাথুরু সিংহে এটা অনেকটা নিঃসন্দেহে বলা চলে। একের পর এক সাফল্য আসতে থাকে তার অধীনে। আমাদের সবার মনে আছে অবশ্যই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে (২০১৭) খেলা, বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে (২০১৯) খেলার মতো সাফল্য আসে তার অধীনে।

শুধু কী তাই, তার অধীনেই ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এই সফল কোচের হাত ধরে যত সাফল্যই আসুক না কেন, যাবার বেলায় অনেকটা আড়ালেই বিদায় নিতে হয় তাকে।

এদিকে রাসেল ডোমিঙ্গোর অধিনে ‘এই ভালো এই খারাপ’ চললেও তাকে বিদায় দেয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছে বেশ লম্বা সময় ধরেই। সেটা অনেকটা পোক্ত হয় ২০২১ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার মধ্য দিয়ে। তারপর নিরবে ভেতরে ভেতরে নতুন কোচ খুঁজতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এমনটাই জানিয়েছে বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র। উক্ত সূত্র থেকে আরো জানা যায়, “চুক্তি অনেকটা পাকাপাকি হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামী আগস্টেই চণ্ডিকা হাথুরু সিংহে হেড কোচ হিসেবে যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে