বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ০৫:৩৮:১৪

চুল কাটা থেকে ছেলেদের পোশাক, পাকিস্তানে নারীদের ক্রিকেট খেলতে যা যা করতে হয়

চুল কাটা থেকে ছেলেদের পোশাক, পাকিস্তানে নারীদের ক্রিকেট খেলতে যা যা করতে হয়

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছে নিয়ে এগিয়ে যাচ্ছেন বিসমা আমজাদ। সেই স্বপ্ন পূরণেও বেশ আশাবাদী পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া এই মেয়ে। তবে ক্রিকেট খেলার জন্য বেশ লড়াই করতে হয়েছে বিসমাকে। 

যখন করোনা মহামারি শুরু হলো, মেয়ে হওয়ার কারণে ক্রিকেট খেলাটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছিল তার। কোথাও অনুশীলনও করতে পারছিলেন না। কিন্তু কথায় তো আছে, ‘ইচ্ছে থাকলে উপায় হয়’, তার জ্বলন্ত উদাহারণ বিসমা। পুরুষদের পোশাক পরে ছেলেদের সঙ্গে ‘গলির ক্রিকেট’ খেলতে লাগলেন তিনি।

মহামারিতেও রাস্তায় রাস্তায় ক্রিকেট খেলেছে ছেলেরা। ছদ্মবেশে তাদের সঙ্গে খেলেছেন বিসমা। আশ্চর্য হওয়ার মতো এমন কথায় জানালেন তিনি দ্য গার্ডিয়ান’কে, ‘মহামারির সময়েও ছেলেরা ‘গালি-ক্রিকেট’ খেলত। কিন্তু মেয়েদের জন্য রাস্তায় ক্রিকেট খেলা ছিল নিষিদ্ধ। তাই আমরা খেলতে পারতাম না। আমার কোনো কিছু করার ছিল না। তাই পুরুষদের পোশাক পরে তাদের সঙ্গে অনুশীলন করতাম।’

বিসমা আমজাদ ২০২১ সালের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য দলে জায়গা পান। কিন্তু মহামারির কারণে এই আসর স্থগিত হয়ে যায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছে নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে যাচ্ছেন ১৯ বছর বয়সী এই বোলার। নারীরা এখন ক্রিকেটে আর তেমন পিছিয়ে নেই। তবে ব্যাট-বলের এই খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিন এশিয়ান  রাষ্ট্রগুলোতে। বিসমাকেও তার ভেতর দিয়ে যেতে হয় প্রতিনিয়ত।

করাচিতে বেশ কয়েকবার তাকে শুনতে হয়েছে, ‘তোমার চামড়া কালো হয়ে যাচ্ছে’, ‘এটা ছেলেদের খেলা, তুমি সময় অপচয় করছো’ বা ‘এমন একটা কোর্স করো যা তোমার বিয়ের পরে সাহায্য করবে’, এমন সব মন্তব্য। তবে এসব তিক্ত কথা শুনেও ক্রিকেট চালিয়ে যেতে চান বিসমা। 

কেবল বিসমাকে নয়, পাকিস্তানে এমন অসংখ্য নারীকে প্রতিনিয়ত লড়াই করতে হয় ক্রিকেট খেলার জন্য। গার্ডিয়ানকে তিনি এমন এক গল্পও শোনালেন, ‘আমার এক বন্ধু ক্রিকেট খেলার জন্য তার চুল কেটে ফেলেছিল। যাতে সে যে মেয়ে তা যাতে অন্যরা না জানে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে