শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ০৮:২৯:৩২

এক অবিস্মরণীয় ঘটনা ঘটল আজ আন্দ্রে রাসেলের আউটের সময়

এক অবিস্মরণীয় ঘটনা ঘটল আজ আন্দ্রে রাসেলের আউটের সময়

স্পোর্টস ডেস্ক : এক অবিস্মরণীয় ঘটনা ঘটল আজ আন্দ্রে রাসেলের আউটের সময়! ঢাকায় আন্দ্রে রাসেল যেভাবে আউট হলেন এভাবে যে কেউ আউট হতে পারেন সেটা কি কোনদিনও কেউ কল্পনাও করতে পেরেছিল? এই ঘটনাটা ১৫তম ওভারের শেষ বলে। থিসারা পেরেরার বলে শর্ট থার্ডম্যানে পাঠিয়ে দিয়েই রাসেলের এক রান। শর্ট থার্ডম্যান অঞ্চল থেকে তানজিদ হাসান তামিমের থ্রো ব্যাটিং প্রান্তে। বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে, ততোক্ষণে অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে।

তবে এরপর যা হলো সেটাই জাগিয়েছে বিস্ময়। অপর প্রান্তে দৌড়ানো রাসেল বেশ আস্তে ধীরেই দৌড়চ্ছিলেন, তামিম যে থ্রো করেছেন ব্যাটিং প্রান্তে! কিন্তু, তামিমের থ্রোটা ব্যাটিং প্রান্তের স্ট্যাম্পে লেগে যে আবার বোলিং প্রান্তের স্ট্যাম্পেও গিয়ে আঘাত হানবে সেটা রাসেল কেনো তামিম নিজেও হয়তো ভাবেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান। এর আগে আজ শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে মাহমুদউল্লার রিয়াদের দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজীদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভীন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।

মিনিস্টার ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, রুবেল হোসেন, ইবাদত হোসেন, আন্দ্রে রাসেল, ইসুরু উদানা ও মোহাম্মদ শেহজাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে