রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ০৬:৩৯:০০

কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে : শোয়েব

কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে : শোয়েব

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট তারকা বিরাট কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে, দাবি পাকিস্তানের সাবেক তারকা বোলার শোয়েব আখতারের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই দাবি করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বর্তমানে লিজেন্ডস লিগে খেলছেন এই স্পিডস্টার। 

শোয়েব আখতার বলেন, বিরাট কোহলি স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়েননি, তাকে বাধ্য করা হয়েছে। তার এখন সময় ভাল যাচ্ছে না। কিন্তু সে কী ধাতুতে তৈরি সেটা ওকে প্রমাণ করতে হবে। সে কী স্টিল বা লোহার তৈরি? মানুষ এবং ক্রিকেটার হিসেবে অসাধারণ। এখন কোহলির নতুন কিছু চেষ্টা করা উচিত নয়। মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুক। কোহলি গ্রেট ব্যাটার। বিশ্বের অন্যান্য ক্রিকেটারদের তুলনায় তার প্রাপ্তি অনেক। তার নিজের স্বাভাবিক ছন্দে খেলা উচিত।

ভারতের বিদায়ী নেতাকে নিয়ে শোয়েব বলেন, কোহলি বটম হ্যান্ডে খেলে। আমার মনে হয় অফফর্ম চলাকালীন বটম হ্যান্ডে খেলা ক্রিকেটাররা বেশি সমস্যায় পড়ে। আমার ধারণা, এই জায়গাটা থেকে তাকে বের হয়ে আসবে। কারোর প্রতি কোনও তিক্ততা না রেখে এগিয়ে যাওয়া উচিত। সবাইকে ক্ষমা করে এগিয়ে যেতে হবে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে