বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০২২, ১১:৫৪:০৫

বিজয়ের উদ্দেশ্যে মাশরাফির সুখবরের বার্তা!

বিজয়ের উদ্দেশ্যে মাশরাফির সুখবরের বার্তা!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে দুর্দান্ত আগমন ছিল এনামুল হক বিজয়ের। জাতীয় দলে একটা শক্ত অবস্থান তৈরি করতে পারবে এমন আশা অনেকেই করেছিল। এমনকি সেই ২০১২ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন বিজয়। আর ঐ আসরে বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছিল সপ্তম হয়ে। শুধু কী তাই, বিশ্বখ্যাত বাবর আজম, ডি ককদের ছাপিয়ে ৩৬৫ রান করে সেই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন এই টাইগার ক্রিকেটার। জাতীয় দলে ডাকও পেয়ে যান তার এই দারুণ পারফর্মেন্সের কারণে।

তবে নিজেকে খুব বেশিদিন ধরে রাখতে পারেন নি এই ডানহাতি ব্যাটার। দলকে বাদ পড়েন বাজে পারফর্মেন্সের জন্য। তারপর কয়েকবার জাতীয় দলে সুযোগ মিললেও, ভালো পারফর্মেন্স না করতে পারায় টিকে থাকতে পারেনি জাতীয় দলে। তাইতো কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এনামুল হক বিজয়। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই ওপেনার।

তবে এই মুহুর্তে বিজয়ের উদ্দেশ্যে মাশরাফির সুখবরের বার্তা! তার এমন পারফরম্যান্সের স্বরুপ আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন তিনি এমনটাই মনে করেন টাইগার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চলমান ডিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচের ৮ ইনিংসে প্রায় ৮০ গড়ে ৬৪৩ রান করেছেন। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১০০ স্ট্রাইকরেটে। দুই সেঞ্চুরি ও ৪ হাফসেঞ্চুরির সাথে এবারের আসরের ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও (১৮৪) তার দখলে।

এদিকে বিজয়কে নিয়ে মাশরাফি বলেন, ‘বিজয়কে যেকোনো ফরম্যাটেই দেখা যেতে পারে। যেভাবে রান করছে আমি মনে করি, অবশ্যই রাডারে আছে। সত্যি বলতে আমার কাছে মনে হয় যে, তাদের খুব ভালো সুযোগ আছে। তাদের কাজ পারফর্ম করা, তারা করছে।’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় লিগ হচ্ছে ডিপিএল। এই আসরের সেরা পারফর্মাররা জাতীয় দলের নির্বাচকদের নজরে থাকবেন এমনটাই মনে করেন মাশরাফি। এদিকে প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই বিজয়। তিনি বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৯ সালের ৩১ জুলাই। এরপর আর নির্বাচকদের নজর কাড়তে পারেননি বিজয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে