রবিবার, ০১ মে, ২০২২, ০১:৫৪:০৭

প্রথম কোচ হিসেবে বিরল নজির গড়লেন রিয়াল কোচ

প্রথম কোচ হিসেবে বিরল নজির গড়লেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে এস্পানিওলকে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। এতে করে ৩৪ ম্যাচে সর্বোচ্চ ৮১ পয়েন্ট নিয়ে রেকর্ড ৩৫তম লা লিগা শিরোপা জয় করে স্পেনের ঐতিহ্যবাহী ক্লাবটি। রিয়ালের এই জয়ে বিরল নজির গড়লেন ক্লাবটির ইতালিয়ান কোচ কার্লো আনসেলোত্তি। 

প্রথম কোচ হিসেবে ইউরোপীয় ফুটবলের সেরা পাঁচ লিগের শিরোপা জয়ের অনন্য নজির গড়ে ফেললেন তিনি। এর আগে কার্লো আনসেলোত্তি ইতালিতে এসি মিলানের হয়ে, ইংল্যান্ডে চেলসির হয়ে, ফ্রান্সে প্যারিস-সা-জাঁর হয়ে এবং জার্মানিতে বায়ার্ন মিউনিখের হয়ে লিগ শিরোপা জয় করেন। 

এবার রিয়াল মাদ্রিদের হয়ে জয় করলেন স্প্যানিশ লা লিগার শিরোপা। ৬২ বছর বয়সি এই কোচ ২০১৩-১৫ রিয়াল মাদ্রিদের কোচ থাকলেও সেই সময় লা লিগার খেতাব তিনি জিততে পারেননি। তখন মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, উয়েফা সুপার কাপ এবং কোপা দেল রে’র খেতাব জিতেছিল।

আনসেলোত্তি ২০০৪ সালে সেরি-এ, ২০১০ সালে প্রিমিয়ার লিগ, ২০১৩ সালে ফরাসি লিগ ওয়ানের খেতাব এবং ২০১৭ সালে বুন্দেশলিগা জেতার পর এবার ২০২২ রিয়ালের হয়ে লা লিগার খেতাবও জিতে ফেললেন। ৪-০ গোলে এস্পানিওলকে হারিয়ে ৩৫তম লা লিগার খেতাব জিতল রিয়াল মাদ্রিদ, যা স্পেনের ইতিহাসে সর্বাধিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে