রবিবার, ০১ মে, ২০২২, ০৪:০৩:০৩

অবশেষে ৯ বছর পর বাড়ি ফিরছেন রহস্যময় স্পিনার

অবশেষে ৯ বছর পর বাড়ি ফিরছেন রহস্যময় স্পিনার

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে টানা আট ম্যাচ হারের পর নবম ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ান মুম্বাই ইন্ডিয়ান্স। আর এ জয়ের পর অবশেষে নয় বছরের বিরতির অবসান ঘটিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাইয়ের জয়ের অন্যতম নায়ক কুমার কার্তিক।

শনিবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে মুম্বাই। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি রাজস্থান। তাদেরকে এতো অল্প রানে বেঁধে ফেলার অন্যতম কারিগর ছিলেন আইপিএলে অভিষিক্ত রহস্যময় স্পিনার কুমার কার্তিক।

এই জয়ের ফলে অবশেষ ৯ বছর পর বাড়ি ফিরছেন এই রহস্যময় স্পিনার। এমন অভিষেকের পর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের জীবনে কিছু অর্জনের আগে বাড়ি ফিরবেন না, এমন সিদ্ধান্তই নিয়েছিলেন উত্তর প্রদেশের ২৪ বছর বয়সী এ স্পিনার। 

আইপিএলের মতো বড় মঞ্চে সুযোগ পেয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ইনজুরিতে আক্রান্ত আরশাদ খানের বদলি হিসেবে কুমার কার্তিককে দলে নেওয়ার ঘোষণা দেয় মুম্বাই। ৪ ওভারের মাত্র ১৯ রান দিয়ে নিয়েছেন রাজস্থান অধিনায়ক সানজু স্যামসনের উইকেট।

কার্তিক বলেছেন, ‘আমি নয় বছর ধরে বাড়ি যাই না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবনে কিছু অর্জন করার পরেই কেবল বাড়ি যাবো। আমার বাবা-মা প্রায়ই ফোন করতেন কিন্তু আমি মত বদলাইনি। এখন আমি আইপিএলের পর বাড়ি ফিরবো।’

এর আগে রাজস্থানের বিপক্ষে ম্যাচের ইনিংস ব্রেকে নিজের বোলিং সম্পর্কে তিনি বলেন, ‘আমি রহস্য বোলার। এখন বেশ ভালো লাগছে। যখন জানতে পারলাম আমি খেলবো, খুব নার্ভাস ছিলাম। শচিন (টেন্ডুলকার) স্যারের উপদেশে অনেক অনুপ্রেরণা পেয়েছি।’ সূত্র : দৈনিক জাগরণ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে