বুধবার, ০৪ মে, ২০২২, ০৩:১৫:০৭

বড় রেকর্ডের সামনে মহেন্দ্র সিং ধোনি

বড় রেকর্ডের সামনে মহেন্দ্র সিং ধোনি

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে বড় রদবদল হয়েছে। দলে অধিনায়ক বদল করা হয়েছে। একের পর এক ম্যাচে ব্যর্থতার পর চেন্নাইয়ের নেতৃত্ব আরও একবার মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দেওয়া হয়েছে। তারপর এসেছে সাফল্যও। 

এই পরিস্থিতিতে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে এক অনন্য বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। প্লে অফের আশা শেষ হতে হতেও তা কিছুটা ফিরে এসেছে চেন্নাইয়ে কাছে। এবার বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে।

এই পরিস্থিতিতে ধোনির নেতৃত্ব দলকে দিশা দেখাবে, তা আশা করা যেতেই পারে। তবে এই বড় ম্যাচ সাক্ষী থাকবে একাধিক রেকর্ডের। চলতি আসরের শুরু থেকে ফর্মে আছেন ধোনি। কঠিন পরিস্থিতিতে ব্যাটিংয়ে হাল ধরছেন। ৯ টা ম্যাচে ১৪০ রান করেছেন তিনি। রয়েছে একটা অর্ধশতরানও। স্ট্রাইক রেট ১৩২। 

এখনও পর্যন্ত ৫টা ছয় মেরেছেন ধোনি। দলের হয়ে এবার রেকর্ড গড়তে ধোনির আর দরকার মাত্র ৬টা ছয়। তাহলে চেন্নাইয়ের জার্সিতে ২০০ টা ছয় মারার রেকর্ড গড়বেন তিনি। সঙ্গে বিরাট কোহলির সঙ্গে একই তালিকায় নাম লেখাবেন। একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে বিরাট কোহলি একমাত্র ২০০ বা তার বেশি ছয় মেরেছেন। 

শুধু তাই নয়। এই ম্যাচে নামলে ধোনি চেন্নাইয়ের জার্সিতে তার ২০০ তম ম্যাচে নামবেন। তিনিই হবেন দ্বিতীয় প্লেয়ার যিনি একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ টা ম্যাচ খেললেন। এখানেও তালিকায় শীর্ষে রয়েছে বিরাট কোহলি। তাৎপর্যপূর্ণভাবে ধোনি যদি এই ম্যাচে ৬টা ছয় মেরে দেন তাহলে বিরাটের সামনেই বিরাটকে স্পর্শ করবেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে