বৃহস্পতিবার, ০৫ মে, ২০২২, ১১:৩২:৪৭

অনেকের কাছেই সুযোগ ছিল, কেউ ভরসা রাখেনি: কোহলি

অনেকের কাছেই সুযোগ ছিল, কেউ ভরসা রাখেনি: কোহলি

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সেই চেনা ছন্দে নেই বিরাট কোহলি। এবার নিজের দল আরসিবিকে নিয়ে তিনি বলেন, অনেকের কাছেই সুযোগ ছিল, কেউ ভরসা রাখেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স তার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে, অন্য কেউই সেই আস্থা দেখাতে পারেনি। জানিয়ে দিলেন কোহলি। 

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে একই দলের হয়ে খেলছেন বিরাট। অন্য কোনও ক্রিকেটারের এই নজির নেই। ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জেতে ভারত। তার মাসখানেকের মধ্যেই আইপিএল নিলাম হয়। সেই নিলামে স্থানীয় ক্রিকেটার বিরাটকে না নিয়ে বোলার প্রদীপ সাঙ্গওয়ানকে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।

বিরাট বলেন, “অন্য দলগুলির সামনেও সুযোগ ছিল আমাকে দলে নেওয়ার। কিন্তু কেউই আমাকে সুযোগ দেয়নি। প্রথম তিন বছর আরসিবি আমাকে যেভাবে সুযোগ দিয়েছে, আমার উপর বিশ্বাস রেখেছে, সেটা সত্যিই স্পেশ্যাল। অন্য দলগুলি কিন্তু আমাকে সেইভাবে সমর্থন করেনি।”

২০১৩ সাল থেকে পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে বিরাটকে মনোনীত করে আরসিবি। বিরাট জানিয়েছিলেন, যতদিন আইপিএল খেলবেন আরসিবির হয়েই খেলতে চান। তিনি বলেন, বলেছেন, “অনেকেই আমাকে বলেছিল, আরসিবি ছেড়ে নিলামে নাম লেখাতে। যতই মূল্য দিতে হোক, নিলামে আমাকে কিনে নেওয়া হবে।” কিন্তু বিরাট সেই প্রস্তাবে সায় দেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে