বৃহস্পতিবার, ০৫ মে, ২০২২, ০২:৩৯:৩০

'নামটি যখন রিয়াল মাদ্রিদ, তখন সব কিছুই সম্ভব'

'নামটি যখন রিয়াল মাদ্রিদ, তখন সব কিছুই সম্ভব'

স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প লিখছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের কারণে এবারের চ্যাম্পিয়নস লিগটা আলাদাভাবে মনে রাখবে ফুটবলবিশ্ব। একটি বা দুটি নয়, নক আউটে টানা তিনটি ম্যাচে অবিশ্বাস্য কামব্যাক করে ফাইনালে পা দিয়েছে স্পেনের ক্লাবটি।

রিয়ালের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তুয়া বলছেন, ক্লাবটি রিয়াল মাদ্রিদ বলেই এমনটা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, 'নামটি যখন রিয়াল মাদ্রিদ, সম্ভব তখন সব কিছুই। এটা স্রেফ অসাধারণ। আমরা এমন সব বড় ক্লাবকে ছিটকে দিয়েছি, যারা অনেক অনেক অর্থ খরচ করে তাদের দল গড়েছে। '

১৩ বার ইউরোপ সেরার মুকুট পরেছে রিয়াল, সেটাও মনে করে দিলেন কোর্তুয়া। আছে নানা ইতিহাস। ফাইনালে তাই জয়ের জন্যই মাঠে নামবেন তারা, 'ওরা অর্থ দিয়ে দল গড়েছে, আমাদের আছে ইতিহাস! আর রিয়াল মাদ্রিদ যখন ফাইনাল খেলে, তারা জয়ের জন্যই সেখানে পা রাখে। ' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে