বৃহস্পতিবার, ০৫ মে, ২০২২, ০৬:৪৭:৩৩

'ক্রিকেট বোর্ডের পদগুলো দখল করে রেখেছে সব চোরেরা'

'ক্রিকেট বোর্ডের পদগুলো দখল করে রেখেছে সব চোরেরা'

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা এখন ভয়াবহ অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে। বাড়ছে জনগনের বিক্ষোভ। তারা সরকারের খোঁড়া অর্থনৈতিক নীতি ও দুর্নীতিকে দায়ী করছে। দেশটির ক্রিকেট বোর্ডেও দুর্নীতির কালো ছায়া পড়েছে।

আরও আগে থেকেই লঙ্কান ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় খবর হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। একসময়ের বিশ্বজয়ী দল শ্রীলঙ্কার ক্রিকেট এখন নড়বড়ে। দল নির্বাচন থেকে শুরু কর সর্বক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ চলে। 

এমনকী কোনো সিরিজের জন্য দল ঘোষণা করতেও ক্রীড়ামন্ত্রীর অনুমোদন লাগে। এসব করেও কিন্তু ক্রিকেটের কোনো উন্নতি হয়নি। এই মুহূর্তে টেস্ট র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কার অবস্থান সপ্তম, ওয়ানডেতে অষ্টম, টি-টোয়েন্টিতে নবম। রানাতুঙ্গা মনে করেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) দেশটির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা। এই দুর্নীতির কারণেই দেশের ক্রিকেটের করুণ দশা।

তিনি বলেন, 'দেশের ক্রিকেটে এখন চরম অব্যবস্থাপনা। পেশাদারিত্ব বলে কিছুই নেই। সে কারণেই দেশের ক্রিকেটে এত সংকট। ক্রিকেটের অবস্থা এত খারাপ। দেশের সবচেয়ে দুর্নীতিপরায়ণ সংস্থা হচ্ছে ক্রিকেট বোর্ড। তারা সবকিছু গোলমাল করে ফেলেছে। বোর্ডে ক্রিকেট চালানোর জন্য কোনো পেশাদার ব্যক্তি নেই।'

রানাতুঙ্গা আরও বলেন, 'শ্রীলঙ্কায় অনেক ক্রিকেট প্রতিভা আছে। কিন্তু ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনার কারণে প্রতিভা আমরা ধরে রাখতে পারছি না। এটা একটা বড় সমস্যা। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, শ্রীলঙ্কায় সব চোরেরা ক্রিকেট বোর্ডের পদগুলো দখল করে রেখেছে!'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে