বৃহস্পতিবার, ০৫ মে, ২০২২, ০৯:০৫:০১

দিল্লি ক্যাপিটালস দল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ

দিল্লি ক্যাপিটালস দল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্লে অফে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চলতি আইপিএলের ৫০তম ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এবার এই স্টেডিয়ামে এখনও অবধি দিল্লি ও হায়দরাবাদ অপরাজেয়। 

দিল্লি ক্যাপিটালস জিতেছে তিনটি এবং সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ২টি। টস জিতে ফিল্ডিং নিয়েছে হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালস আজ পাচ্ছে না পৃথ্বী শ-কে। ঋষভ পন্থের দলে চারটি পরিবর্তন হয়েছে। দিল্লি ক্যাপিটালস দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার জায়গায় খেলছেন মনদীপ সিং।

এবার প্রথম ম্যাচ খেলছেন আনরিখ নরকিয়া। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে শন অ্যাবট, শ্রেয়স গোপাল ও কার্তিক ত্যাগীর। সানরাইজার্সে তিনটি পরিবর্তন। আগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পাওয়ায় আপাতত ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই মাঠে শেষ পাঁচটি ম্যাচে চারটিতেই রান তাড়া করে জিতেছে বিভিন্ন দল।

আউটফিল্ড খুব ভালো বলে জানিয়েছেন কেভিন পিটারসেন। রাতের ম্যাচের ক্ষেত্রে এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৫। সানরাইজার্স হায়দরাবাদ টানা ২টি ম্যাচ হেরেছে, দিল্লি ক্যাপিটালস আগের ম্যাচ হেরেছে। ফলে দুই দলই জয়ের সরণিতে ফিরতে চাইবে। কুলদীপ যাদব এদিনও ফারাক গড়তে পারেন বলে আশাবাদী কেপি।

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার, মনদীপ সিং, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, রভম্যান পাওয়েল, রিপল প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, খলিল আহমেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে