শুক্রবার, ০৬ মে, ২০২২, ১১:১৬:২১

সব ধরনের বোলারের হাতে উইকেট বিলিয়ে দিচ্ছেন কোহলি

সব ধরনের বোলারের হাতে উইকেট বিলিয়ে দিচ্ছেন কোহলি

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে বিরাট কোহলি এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন। শুরুর দিকে তার রান না পাওয়া নিয়ে বার বার সমালোচনা হয়েছে। অর্ধশতরান পাননি টানা ৯ টি ম্যাচে। ১০ নম্বর ম্যাচে অর্ধশতরান এসেছে, কিন্তু এত বেশি বল খেলেছেন যে তখনও সমালোচনা পিছু ছাড়েনি। 

কোহলির ফর্মে না থাকা যতটা ভয়ের, তার থেকেও বেশি ভয়ের তার আউট হওয়াগুলি। এখন সব ধরনের বোলাররাই আউট করছেন কোহলিকে। এটিই সব থেকে চিন্তার বিষয়। আরসিবির প্রথম ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ছিলেন বিরাট। ৪১ রান করেছিলেন সেই ম্যাচে। 

রাজস্থান রয়্যালসের (৫) বিরুদ্ধে রান আউট হয়েছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও রান আউট হন বিরাট (১২)। এই তিনটি ম্যাচ বাদ দিয়ে বাকি আট ম্যাচে কোন ধরনের বোলাররা আউট করেছেন বিরাটকে? কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিরাটকে ফেরান উমেশ যাদব। 

ভারতীয় এই ডানহাতি পেসার বিরাটকে ফেরান ষষ্ঠ স্টাম্পে বল করে। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে দেন বিরাট। বল জমা হয় উইকেটরক্ষকের হাতে। ১২ রানে আউট বিরাট। পরের ম্যাচে তার উইকেট নেন ডেওয়াল্ড ব্রেভিস। অনিয়মিত অফব্রেক বোলারের আইপিএলে সেটিই ছিল প্রথম উইকেট। 

সেই উইকেটটি বিরাটের, তাও প্রথম বলেই। এলবিডব্লিউ হন তিনি। ৪৮ রান করেন। চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাটকে আউট করেন ডানহাতি পেসার মুকেশ চৌধুরী। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ তুলে দেন বিরাট। তার আউট হওয়ার ধরন দেখে মনে হতে পারে তিনি ভুলেই গিয়েছিলেন যে ওই জায়গায় ফিল্ডার রয়েছেন। এক রান করে আউট বিরাট।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও জোরে বোলারকেই উইকেট দেন বিরাট। শ্রীলঙ্কার দুস্মন্থ চামিরার প্রথম বলেই শরীরের বাইরের বল খেলতে গেলেন তিনি। পয়েন্টে ক্যাচ নেন দীপক হুডা। হায়দরাবাদের বিরুদ্ধে ফের প্রথম বলে আউট বিরাট। এ বার তাঁর উইকেট নেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো জানসেন।

বাঁহাতি বোলারের বল বিরাটের থেকে দূরে যাচ্ছিল। কিন্তু লাইনে থাকা বলে ব্যাট না চালিয়ে থাকতে পারেননি বিরাট। খোঁচা লেগে সেই বল চলে যায় দ্বিতীয় স্লিপে। রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ওপেন করতে নামেন বিরাট। তার উইকেট নেন ডানহাতি মিডিয়াম পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। 

বাউন্সার দেন ভারতীয় পেসার। সেই বল ব্যাটে লেগে চলে যায় রিয়ান পরাগের কাছে। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে ক্যাচ নেন পরাগ। ৯ রান করে বিড় বিড় করে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন বিরাট। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অর্ধশতরান করেন বিরাট। 

সেই ৫৩ বলে ৫৮ রান করেন তিনি। সেই ম্যাচে তাকে আউট করেন মোহাম্মদ শামি। ডানহাতি ভারতীয় পেসারের ইয়র্কার সামলাতে পারেননি বিরাট। বোল্ড হয়ে যান তিনি। গত বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাটকে আউট করেন মঈন আলি। বোল্ড হন বিরাট। 

অফস্টাম্পের বাইরে ড্রপ খাওয়া বলে ড্রাইভ করতে যান বিরাট। কিন্তু সেই বল বিরাটকে বোকা বানিয়ে ভিতরে ঢুকে আসে। কখনও ডানহাতি পেসার, কখনও অনিয়মিত স্পিনার আবার কখনও বাঁহাতি পেসার, সব ধরনের বোলারের হাতে উইকেট বিলিয়ে দিচ্ছেন কোহলি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে