শুক্রবার, ০৬ মে, ২০২২, ১১:৪২:৩২

বলে এতো গতির রহস্য কী? ফাঁস করলেন উমরান মালিকের কোচ

বলে এতো গতির রহস্য কী? ফাঁস করলেন উমরান মালিকের কোচ

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ আগে নিজেই নিজের জন্য লক্ষ্য স্থির করেছিলেন। টার্গেট ছিল যেভাবেই হোক ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করা। বৃহস্পতিবার দিল্লি ম্যাচে সেই গতির টার্গেট ছাপিয়ে গেলেন উমরান মালিক। আইপিএলের দ্রুততম বোলার এখন ‘শ্রীনগর এক্সপ্রেস’ নামেই পরিচিত।

বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে শেষ ওভারে উমরান একটি বল করেছেন ১৫৬.৯ কি.মি প্রতি ঘণ্টা গতিতে। যা চলতি আইপিএলে তো বটেই গত কয়েকটি আইপিএলের মধ্যেও দ্রুততম বল। উমরান চলতি আইপিএলে লাগাতার নিজের গতি বাড়িতে চলেছেন। বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে সার্বিকভাবে ভাল বল করতে পারেননি তিনি। 

৪ ওভারে দিয়েছেন ৫২ রান। এই প্রথম আইপিএলে তার চার ওভারে পঞ্চাশের বেশি রান তুলল কোনও দল। দিল্লির কাছে ২১ রানে হেরে গিয়েছে তার দলও। কিন্তু তা বলে গতির সঙ্গে কোনওরকম আপস তিনি করেননি। শেষ ওভারের সবকটি বল শ্রীনগর এক্সপ্রেস করেছেন ১৫৩ কিলোমিটারের বেশি গতিতে।

কাশ্মীরের ওই তরুণের গতির রহস্য কী? ফাঁস করলেন উমরান মালিকের কোচ রণধীর সিং মানহাস। তিনি জানান, উমরানের বাড়ি তাওয়াই নদীর তীরে। মাত্র ১৭ বছর বয়সে সেই নদীর বালির উপর দিয়ে দৌড়তেন উমরান। কোমরে বাঁধা থাকত সাইকেলের দু’টি বালি ভরতি টিউব। সেই টিউব কোমরে বেঁধে দৌড়েই শক্তি বাড়িয়েছেন উমরান। যার সুফল এখন পাচ্ছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে