শুক্রবার, ০৬ মে, ২০২২, ০৭:৫৯:২৩

রীতিমতো বাজিমাত করলেন ওয়ার্নার

রীতিমতো বাজিমাত করলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় এক অনবদ্য নাম ডেভিড ওয়ার্নার। বিশ্বসেরা এই ক্রিকেটারের ব্যাটে যেন যাদু আছে! নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নে বিভোর থাকা এই ক্রিকেটার এবার রীতিমতো বাজিমাত করলেন।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএেল) ম্যাচ সেরার পুরস্কারে মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে রোহিত শর্মাকে স্পর্শ করলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। আইপিএলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতার তালিকায় তিন নম্বরে উঠে এলেন দিল্লির ওপেনার। 

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতার রেকর্ড গড়েছেন এবি ডি’ভিলিয়ার্স। এবিডি ১৮৪টি আইপিএল ম্যাচে মোট ২৫ বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন।

গতকাল বৃহস্পতিবার আইপিএলের ৫০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে সেই তালিকায় তিন নম্বরে এলেন দিল্লির ওপেনার। এতে ওয়ার্নার ধোনিকে পিছনে ফেলেন।

সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতার নিরিখে এখন তিনি তিন নম্বরে স্থানটি দখল করলেন। এই তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে রোহিত শর্মাকে ধরলেন ডেভিড ওয়ার্নার।

হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লির হয়ে ডেভিড ওয়ার্নার অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন। যার ভিত্তিতে দিল্লি ২০৭ রানের বড় স্কোর করে। নিজের ১৫৮তম আইপিএল ম্যাচে ১৮ বার মতো ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়ার্নার।

এদিকে, ২২২ ম্যাচে ১৮ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা। এই তালিকায় মহেন্দ্র সিং ধোনি ২৩০টি ম্যাচে ১৭ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এই তালিকার দুই নম্বরে রয়েছেন ক্রিস গেইল। যিনি ১৪২টি আইপিএল ম্যাচে ২২ বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেন।

শুধু কী তাই, আইপিএলে সবচেয়ে বেশি রান করার নিরিখে রোহিতকে পিছনে ফেলেছেন ওয়ার্নার। এই ম্যাচের আগে আইপিএলে সবচেয়ে বেশি রান করার নিরিখে তিন নম্বরে ছিলেন রোহিত। 

কিন্তু এখন তৃতীয় স্থানে উঠে এসেছেন ওয়ার্নার। আইপিএলে বিরাট কোহলি ৬৪৯৯ রান করেছেন,শিখর ধাওয়ান ৬১৫৩ রান করেছেন এবং ওয়ার্নার ৫৮০৫ রান করেছেন। ৫৭৬৬ রান করে চার নম্বরে রয়েছেন রোহিত শর্মা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে