শনিবার, ০৭ মে, ২০২২, ১১:০৯:৪২

গেইলের আচমকা চলতি আইপিএল নিয়ে এক কঠিন সিদ্ধান্ত!

গেইলের আচমকা চলতি আইপিএল নিয়ে এক কঠিন সিদ্ধান্ত!

স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইল যাকে ক্রিকেটের ব্যাটিং দানব বলা হয়। এত বছর ধরে যে বিধ্বংসী মেজাজে গেইল খেলে এসেছেন, তাতে খুব স্বাভাবিকভাবেই তিনি IPL টুর্নামেন্টে কিংবদন্তীদের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। 

ইতিমধ্যে তাঁর ঝুলিতে রয়েছে ৬টি শতরান, যা এখনও পর্যন্ত আর অন্য কোনও ব্যাটারের নেই। ১৪২ ম্যাচে তিনি মোট ৪,৯৬৫ রান করেছেন। IPL ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি।

কিংবদন্তী ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল কেন আচমকা চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা নিয়ে নিলেন এক কঠিন সিদ্ধান্ত! এই লীগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন, তা নিয়ে অবশেষে মুখ খুললেন। 

স্পষ্ট জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই তিনি প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না। পাশাপাশি তাঁর সঙ্গে ভালো ব্যবহারও করা হচ্ছিল না। সেকারণেই অবশেষে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ক্রিস গেইল যে IPL টুর্নামেন্টের অন্যতম বড় তারকা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে IPL 2022 মরশুমের নিলামেই তিনি নিজের নাম দিতে চাননি। 

এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মোট তিনটে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন গেইল। তারমধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংস। 

বিগত কয়েকটা মরশুমে তিনি দলের প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। এমনকী গত মরশুমের মাঝপথে জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কারণে তিনি টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

এত বছর ধরে যে বিধ্বংসী মেজাজে গেইল খেলে এসেছেন, তাতে খুব স্বাভাবিকভাবেই তিনি IPL টুর্নামেন্টে কিংবদন্তীদের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। 

ইতিমধ্যে তাঁর ঝুলিতে রয়েছে ৬টি শতরান, যা এখনও পর্যন্ত আর অন্য কোনও ব্যাটারের নেই। ১৪২ ম্যাচে তিনি মোট ৪,৯৬৫ রান করেছেন। IPL ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে