বুধবার, ১১ মে, ২০২২, ০৯:৩৭:৪৯

ও আমাকে প্রায়ই ম্যাসেজ পাঠায় : কোহলি

ও আমাকে প্রায়ই ম্যাসেজ পাঠায় : কোহলি

স্পোর্টস ডেস্ক: এবার নতুন ভূমিকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে। সেক্ষেত্রে এবারও তার দল হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের ভারতীয় তারকা বিরাট কোহলি এমন ইঙ্গিতই দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন দীর্ঘ সময়। কোহলির মত তিনিও হয়ে উঠেছিলেন ব্যাঙ্গালোরের ঘরের ছেলে। সেই ডি ভিলিয়ার্স আবারও ফিরতে পারেন ব্যাঙ্গালোরে।

সম্প্রতি ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এক ভিডিও আড্ডায় কোহলি বলেন, ‘আমি ওকে ভীষণ মিস করি। নিয়মিত ওর সঙ্গে কথা হয়। আমাকে প্রায়ই ম্যাসেজ পাঠায় এখন আমেরিকায় পরিবার ও বন্ধুদের সাথে গলফে মজে আছে।’

এরপরই কথাপ্রসঙ্গে কোহলি জানিয়ে দেন ডি ভিলিয়ার্সের ফেরার আভাস। তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সবাই) ওর সাথে যোগাযোগ রাখি। সেই নিজেও আরসিবির প্রতিটা খেলা খুব মন দিয়ে দেখছে। আশা করছি, পরের মৌসুমে কোনো এক নতুন ভূমিকায় ওকে দেখা যাবে।’

তার কথা নিয়ে যে হইচই পড়ে যাবে, তা কোহলি নিজেও বুঝতে পেরেছেন। তাই রসিকতা করে এ-ও বললেন, ‘আমি কি বড় রহস্য ফাঁস করে ফেললাম?’

আইপিএলের গত আসরেও ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। তবে আচমকাই তিনি অবসর নিয়েছেন খেলোয়াড়ি জীবন থেকে, ঠিক যেভাবে হুট করে বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বিদায়বেলায় ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, অনেক ভেবেচিন্তে, সঠিক সময়েই তিনি অবসর নিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে