বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১২:২২:০৫

ধোনির এই খবরটি পড়লে চমকে যাবেন! এবার তামিল ছবিতে যে ভূমিকায়

ধোনির এই খবরটি পড়লে চমকে যাবেন! এবার তামিল ছবিতে যে ভূমিকায়

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এযাবৎকালের সবচেয়ে সফল অধিনায়ক মনে করা হয় ধোনিকে! শুধু কী তাই, তিনি তাঁর ঠান্ডা মাথার কারণে ক্যাপ্টেন কুল বলেই পরিচিত ২২ গজের অন্দরে। ধোনির এই খবরটি পড়লে চমকে যাবেন! 

এবার মাঠের বাইরে ঠাণ্ডা মাথার আরও একটি দায়িত্বে নামতে চলেছেন ধোনি। এমনিতেই বিনোদন জগতের সঙ্গে ধোনির দীর্ঘদিনের ওঠাবসা। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল তাঁর বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এবার তামিল ছবিতে প্রযোজকরের ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। শোনা যাচ্ছে আই পি এল শেষেই এই ছবির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন ধোনি।

চেন্নাই এমনিতেই ধোনির জন্য পয়া। তাঁর অধিনায়কত্বে বহুবার আইপিএল (IPL 2022) জিতেছে চেন্নাই সুপারকিংস (। তাই এবার নিজের জীবনের নতুন এই ইনিংস এই ভাষার হাত ধরেই শুরু করেছেন তিনি। এই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নয়নতারাকে।

শোনা যাচ্ছে ইতিমধ্যেই ছবি নিয়ে বেশ অনেকটাই কাজ এগিয়ে ফেলেছেন ধোনি। সূত্রের খবর, এটি একটি মেগা প্রজেক্ট হতে চলেছে কলিউড ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যে সই সাবুদও নাকি সেরে ফেলেছেন নয়নতারা।

খুব শীঘ্রই বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে দেখা যাবে পৌরাণিক সিরিজ 'অথর্ব'-তে। এটি একটি গ্রাফিক্স নভেল যা পর্দায় আনতে চলেছেন ধোনি। এই উপন্যাসের নাম ভূমিকায় অভিনয় করছেন মহেন্দ্র সিং ধোনি। 

ফ্রেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। ধোনি নিজের ফেসবুক পেজে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে তাঁকে একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে দেখতে পাওয়া গিয়েছিল।

অর্থব নিয়ে সেই সময় ধোনি বলেন, "এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চ অনুভব করছি। এটা নিয়ে আমি আপাতত যথেষ্ট উত্তেজিত। অথর্ব - দ্য অরিজিন উপন্য়াসের গল্পটা এককথায় অসাধারণ। 

তার উপরে অত্যন্ত ভালো আর্টওয়ার্ক রয়েছে। লেখক রমেশ থামিলমানি এই প্রথমবার ভারতে কোনও মাইথোলজিক্যাল হিরোকে নিয়ে আসতে চলেছেন। প্রত্যেক পাঠকই আপাতত এটার জন্য মুখিয়ে রয়েছে।"

অন্যদিকে খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে দেখা যাবে নয়নতারাকে। তাও আবার শাহরুখের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। সব মিলিয়ে ধোনির এই নতুন প্রজেক্ট নিয়ে উত্তেজিত তাঁর অনুরাগীরা।

২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে তাঁকে শেষবার ভারতীয় জার্সিতে ২২ গজের যুদ্ধে দেখতে পাওয়া গিয়েছিল। সেমিফাইনাল ম্যাচে ভারত হেরে যাওয়ার পর আর তাঁকে দেখা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে