রবিবার, ১৫ মে, ২০২২, ০৯:৫৫:৫৩

আইপিএল ইতিহাসে এমন রেকর্ড এই প্রথম! জানলে স্তম্ভিত হয়ে যাবেন!

আইপিএল ইতিহাসে এমন রেকর্ড এই প্রথম! জানলে স্তম্ভিত হয়ে যাবেন!

স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদকে ৫৪ রানে হারিয়ে প্লে অফের ক্ষীণ আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের জয়ের নায়ক আন্দ্রে রাসেল ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের। প্রথমে ব্যাট করে ১৭৭ তুলেছিল নাইটরা। জবাবে ২০ ওভারে ১২৩/৮ তোলে সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত ব্যাটিং বিস্ফোরণ হল আন্দ্রে রাসেলের। তিনি মাত্র ২৮ বলে ৪৯ রান করলেন। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার তিনটে বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। 

রাসেলের এই ইনিংসের দৌলতেই কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। পাওয়ার রাসেলের ধামাকাদার মেজাজে ব্যাটিং করে, সকলের হৃদয় জয় করে নেনে। 

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে রাসেল হয়ত এই ম্যাচে হাফসেঞ্চুরি করতে পারেননি, মাত্র ১ রানের জন্য তা মিস করেছেন, কিন্তু IPL টুর্নামেন্টে তিনি এমন এক কৃতিত্ব অর্জন করেছেন, যা শুনে আপনারাও স্তম্ভিত হয়ে যাবেন। 

IPL ইতিহাসে আন্দ্রে রাসেল একমাত্র ক্রিকেটার যিনি চারটে IPL মরশুমে ২৫০-র বেশি রান এবং ১০টির বেশি উইকেট শিকার করেছেন। রাসেলের আগে একমাত্র জ্যাক কালিসের এমন পরিসংখ্যান ছিল। তিনি তিনটে মরশুমে ২৫০-র বেশি রান এবং ১০টির বেশি উইকেট শিকার করেছেন।

অর্থাৎ রাসেল আপাতত শীর্ষস্থানে রয়েছেন। প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এমন কৃতিত্ব অর্জন করেছেন। এমনিতে জ্যাক কালিস ছাড়া কায়রন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়াও IPL-এর জোড়া মরশুমে অর্জন করেছেন। 

অন্যদিকে শেন ওয়াটসনও ২ মরশুমে ২৫০-র বেশি রান এবং ১০টির বেশি উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন। আইপিএল ২০২২ মরশুমে রাসেল এখনও পর্যন্ত ৩৩০ রান করার পাশাপাশি ১৭টি উইকেট শিকার করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে চলতি মরশুম ছাড়াও রাসেল ২০১৯ মরশুমে ৫১০ রান করার পাশাপাশি ১১ উইকেট শিকার করেছিলেন। 

এছাড়া ২০১৮ মরশুমে ৩১৬ রান করার পাশাপাশি ১৩টি উইকেট শিকার করেন। অন্যদিকে ২০১৫ মরশুমে ৩২৬ রান করার পাশাপাশি ১৪ উইকেট শিকার করেন।

এই রেকর্ড ছাড়াও রাসেল IPL টুর্নামেন্টে বলের হিসাবে সবথেকে দ্রুত ২,০০০ রান পূরণ করেন। রাসেল ১,১২৯ বলে IPL টুর্নামেন্টে এই ২,০০০ পূরণ করেন। অন্যদিকে কেকেআর ব্রিগেডের হয়ে চতুর্থ ব্যাটার হিসেবে ২,০০০ রানের ক্লাবে নাম লিখিয়ে ফেললেন।

এমটিনিউজ২৪.কম এর খবর পেতে ডান দিকের স্টার বাটনে ক্লিক করে গুগল নিউজ (Google News) ফিডটি ফলো করুন!

রাসেলের আগে ২,০০০-এর বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছেন গৌতম গম্ভীর (৩,৩৪৫), রবিন উথাপ্পা (২,৬৪৯) এবং ইউসুফ পাঠান (২,০৬১)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে