সোমবার, ১৬ মে, ২০২২, ১১:৩৪:৪৩

বেতন কম হওয়া সত্ত্বেও পিএসজি ছেড়ে যে দল বেছে নিলেন এমবাপে!

বেতন কম হওয়া সত্ত্বেও পিএসজি ছেড়ে যে দল বেছে নিলেন এমবাপে!

স্পোর্টস ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) থাকবেন, নাকি রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন কিলিয়ান এমবাপে, সে নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে অচিরেই এই গুঞ্জন শেষ শেষ হতে যাচ্ছে, গত রাতে এমবাপে জানিয়েছিলেন নিজেই। বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত ‘প্রায় নিয়েই ফেলেছেন’ তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, সেই সিদ্ধান্তে এমবাপে বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদকেই। তাও আবার পিএসজির প্রস্তাবের চেয়ে অনেক কম বেতনে!

গতকাল রোববার টানা তৃতীয়বারের মতো ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এমবাপে। সেখানেই রিয়াল মাদ্রিদ না পিএসজি, এই প্রশ্নের মুখোমুখি হন ফরাসি এই তারকা। তার উত্তরে তিনি বলেন, ‘ হ্যাঁ, (সিদ্ধান্ত) প্রায় নিয়েই ফেলেছি। বিষয়টি প্রায় শেষ হয়ে গেছে।’

আগামী ৩ জুন ফ্রান্সের হয়ে উয়েফা নেশন্স কাপের ম্যাচে মাঠে নামবেন এমবাপে। তার এক দিন আগে খুলবে ইউরোপীয় দলবদলের বাজার। তার ঠিক শুরুতেই বিষয়টা খোলাসা করবেন এমবাপে, বলছে ইউরোপীয় সংবাদ মাধ্যম।

এমবাপের সৃষ্টি করা উৎসাহে রীতিমতো পানি ঢেলে দিচ্ছে মার্কা। জানাচ্ছে, গেল সপ্তাহে যখন মাদ্রিদে পা রেখেছেন এমবাপে, তখনই তাকে দলে ভেড়ানোর বিষয়ে সম্মতি আদায় করে ফেলেছে রিয়াল। শেষ কয়েক মাসে যেসব বিষয়ে কথা হয়েছে দুই পক্ষের, সেসব নিয়েও সম্মত হয়েছে দুই পক্ষ। পিএসজির বিশাল অঙ্কের বেতনের প্রস্তাবও এড়িয়ে গেছেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা।

পিএসজি তাকে দুই বছরের চুক্তি দিতে চেয়েছিল। যে চুক্তিতে সম্মত হলে প্রতি মৌসুমে তিনি পেতে পারতেন প্রায় ৪৫৭ কোটি টাকা। তবে সে প্রস্তাবে রাজি হননি তিনি। নতুন চ্যালেঞ্জের নেশায় তিনি বেছে নিয়েছেন রিয়ালের অপেক্ষাকৃত কম বেতনের প্রস্তাবকেই। 

ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে তিনি প্রতি মৌসুমে আয় করবেন প্রায় ২৭৪ কোটি টাকা, যা বিভিন্ন বোনাসসহ দাঁড়াবে প্রায় ৩৬৬ কোটি টাকায়। এছাড়া রিয়ালে বিনামূল্যে যোগ দিয়ে প্রায় ৩৬৬ কোটি টাকার মতো অর্থ তিনি পাবেন নিবন্ধন বোনাস হিসেবে।

মার্কা জানাচ্ছে, এমবাপের রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন সম্পর্কে আগেই জানতো লস ব্ল্যাঙ্কোস কর্তৃপক্ষ। সে কারণেই এই চুক্তির আগে বেশ রয়েসয়ে এগিয়েছে দলটি। চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করার ফলে রিয়ালের সামনে সুযোগ ছিল গত ১ জানুয়ারি থেকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার। তবে রিয়াল মাদ্রিদ সভাপতি সে পথ মাড়াননি। মার্কার ইঙ্গিত, এমবাপের ইচ্ছাতেই মূলত এই চুক্তি বাস্তবে রূপ নিচ্ছে অবশেষে।

গেল সপ্তাহে এমবাপে যখন মাদ্রিদে পা রাখেন, তখন গেল সোমবার আর মঙ্গলবারে মূলত এমবাপের মাদ্রিদে যাওয়ার বিষয়টি পরিষ্কার হয়েছে। চুক্তির খুঁটিনাটি বিষয়ে শঙ্কার মেঘ সরেছে মূলত তখনই। 

তবে সবকিছু নিশ্চিত হয়ে গেলেও মাদ্রিদ নিজে থেকে এই ঘোষণা দেবে না, জানাচ্ছে মার্কা। স্প্যানিশ এই ক্রীড়াদৈনিক জানাচ্ছে, এমবাপে চলতি মাসের শেষে ঘোষণা দেবেন এই বিষয়ে। এরপরই মাদ্রিদের পক্ষ থেকে আসবে আনুষ্ঠানিক বিবৃতি।  

সেটা হলে সব দিক থেকে ক্ষতিটা যে পিএসজির হবে তা বলাই বাহুল্য। চলতি মৌসুমে ৪৫ ম্যাচে ৩৬ গোল আর ২২ অ্যাসিস্ট করা একজনকে বিনামূল্যে হারিয়ে ফেলা যে চাট্টিখানি কথা নয়! তবে সেটা হলে খানিকটা আফসোস হতে পারে ক্লাবটির কর্তাব্যক্তিদের। গেল গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে যে রিয়ালের ১৬০০ আর ১৭০০ কোটি টাকার দুটো আনুষ্ঠানিক প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে