মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১২:৩৬:৩০

এবারের আইপিএলে ঘটল এক কাকতালীয় ঘটনা!

এবারের আইপিএলে ঘটল এক কাকতালীয় ঘটনা!

স্পোর্টস ডেস্ক: ব্যাপারটি যে এমনভাবে আবার ঘটতে পারে তা হয়ত অনেকের ভাবনায় ছিল না। পূর্বের ইতিহাস, পূর্বের পরিসংখ্যান যে এভাবেও ফিরে আসতে পারে, তা ডেভিড ওয়ার্নারের আইপিএল কেরিয়ারের দু’টি ব্যর্থতার ছবি না দেখলে বিশ্বাস করা সম্ভব হতো না। 

সোমবার আইপিএলে ঘটল এক কাকতালীয় ঘটনা! ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে ফিরে আসে ঠিক ৯ বছর আগের ইতিহাস!

২০১৩ সালে ১৬ মে ধরমশালায় পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লির হয়ে আইপিএল ম্যাচে মাঠে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। সেই ম্যাচে তিনি ১ বলে শূন্য রান করে আউট হয়েছিলেন। সেটাই ছিল আইপিএলে ডেভিডের শেষ গোল্ডেন ডাক।

আর গতকাল ২০২২ সালের ১৬ এপ্রিল ফের আইপিএলে ১ বল খেলে শূন্য রানে আউট হন ওয়ার্নার। কাকতালীয় বিষয় হল, এবারও দিল্লির হয়ে মাঠে নামেন ওয়ার্নার এবং প্রতিপক্ষ সেই পাঞ্জাব।

মাঝের সময়টায় ওয়ার্নার আইপিএলে বিস্তর সাফল্য পেয়েছেন। সাড়ে চার হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। তিনবার (২০১৫, ২০১৭ ও ২০১৯) টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। একবার হাতে তুলেছেন আইপিএলের ট্রফি। মাঝের ৯ বছরে ওয়ার্নার আর কখনও গোল্ডেন ডাকে মাঠ ছাড়েননি।

আইপিএলে ডেভিড ওয়ার্নারের শেষ ২টি গোল্ডেন ডাক: ১৬ মে, ২০১৩: দিল্লির জার্সিতে পঞ্জাবের বিরুদ্ধে ১ বলে ০ রানে আউট হন ওয়ার্নার। ১৬ মে, ২০২২: দিল্লির জার্সিতে পঞ্জাবের বিরুদ্ধে ১ বলে ০ রানে আউট হন ওয়ার্নার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে