মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ০৩:৫০:৫৬

সেই বিপদের আশঙ্কাই সত্যি ঘটল 'কেকেআরে'!

সেই বিপদের আশঙ্কাই সত্যি ঘটল 'কেকেআরে'!

স্পোর্টস ডেস্ক: সোমবার থেকে যে বিপদের আশঙ্কা করা হচ্ছিল, অবশেষে সেটাই ঘটল 'কেকেআরে' কলকাতা নাইট রাইডার্সে! দলের ওপেনার অজিঙ্কা রাহানে চলতি IPL (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২) মরশুমে আর খেলতে পারবেন না। হ্যামস্ট্রিং পেশিতে চোটের কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে টুইটারে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানানো হয়েছে। সঙ্গে পোস্ট করা হয়েছে একটি ভিডিয়োও।

KKR ম্যানেজমেন্টের পক্ষ থেকে টুইট করে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, "হ্যামস্ট্রিং চোটের কারণে অজিঙ্কা রাহানে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। নাইট শিবির আপনাকে অবশ্য়ই মিস করবে।"

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ জানিয়ে অজিঙ্কা রাহানেও একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি বললেন, "মাঠে হোক কিংবা মাঠের বাইরে, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। 

ক্রিকেটার হিসেবে অনেককিছু শিখেছি। আমি এই দলের প্রত্যেক ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ভেঙ্কি স্যার এবং ম্যানেজমেন্টকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই। 

আশা করছি, পরের বছর আরও বেশি শক্তি অর্জন করে ফিরে আসতে পারব। আশা করছি, পরের ম্যাচে আমাদের দলই জিতবে। দল হিসেবে আমরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করব। আশা করছি, কলকাতায় গিয়ে আমরা প্লেঅফ খেলতে পারব।"

তবে চলতি IPL মরশুমে অজিঙ্কা রাহানে কিন্তু একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি। সাতটি ম্যাচে তিনি মোট ১৩৩ রান করেছেন। ব্যাটিং গড় ১৯.০০। তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর হল ৪৪।

এবার আসা যাক রাহানের দল কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের কথায়। ১২ পয়েন্ট ঝুলিতে নিয়ে কলকাতা ব্রিগেড আপাতত টেবিলে ৬ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। 

সবথেকে বড় কথা, এখনও তারা প্লে অফের লড়াইয়ে রয়েছে। আগামীকাল অর্থাৎ ১৮ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।

তবে রাহানে চলে যাওয়ায় নাইট ব্রিগেডের ওপেনিং স্লটের সমস্যা যে আরও প্রকট হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ এখনও পর্যন্ত একটাও ম্যাচে পাওয়ার প্লে চলাকালীন ব্যাটিং কিংবা বোলিংয়ে সাফল্য অর্জন করতে পারেননি নাইট ওপেনাররা। 

অ্যারন ফিঞ্চ হোক কিংবা ভেঙ্কটেশ আইয়ার কাউকেই ব্যাট হাতে সেভাবে স্বচ্ছন্দ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে লখনউয়ের বিরুদ্ধে কোন পরিকল্পনা নিয়ে নাইটদের প্রথম একাদশ বেছে নেওয়া হয়, সেটাই এখন দেখার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে