বুধবার, ১৮ মে, ২০২২, ০৩:০১:৪১

প্রস্তাব দিল বার্সেলোনা, নিতে আগ্রহী আরো তিন ক্লাব!

প্রস্তাব দিল বার্সেলোনা, নিতে আগ্রহী আরো তিন ক্লাব!

স্পোর্টস ডেস্ক: আসছে গ্রীষ্মেই ফুরিয়ে যাবে বার্সেলোনার সঙ্গে উসমান দেম্বেলের চুক্তির মেয়াদ। তাই ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তি নিয়ে জল্পনা চলছে এখন। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, এই ফরাসি উইঙ্গারকে অনেক আগেই নতুন চুক্তির প্রস্তাব দিয়ে বার্সেলোনা। তবে ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার চেয়ে আপাতত অন্য ক্লাবগুলোর প্রস্তাবের দ্বারা বেশি প্রভাবিত হচ্ছেন দেম্বেলে।

এই মৌসুমেই দেম্বেলের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হচ্ছে, তাই ক্লাব তাকে নতুন প্রস্তাব দেবে সেটা স্বাভাবিক। তবে ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব ভেবে দেখার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন তিনি।

তবে দেম্বেলেকে দেওয়া ইউরোপের অন্য ক্লাবগুলোর প্রস্তাব বার্সেলোনার চেয়ে বেশ ভালো বলে জানিয়েছে গোল.কম। তবে ক্লাবের ঐতিহ্য ও বার্সেলোনার সঙ্গে তার সুসম্পর্ককে মূল্য দিয়ে দেম্বেলে বার্সেলোনায় থেকে যাবেন বলে বিশ্বাস বার্সেলোনার।

কাতালুনিয়া রেডিওর সঙ্গে আলাপচারিতায় বার্সা সভাপতি লাপোর্তা বলেছেন, ‘সে (দেম্বেলে) বার্সায় থাকতে চায়। তবে অন্য প্রস্তাবগুলো নিয়ে সে আগ্রহী যেগুলো তাকে ভালো কিছুর নিশ্চয়তা দিচ্ছে। আমরা অনেক আগেই নতুন চুক্তির প্রস্তাব দিয়েছি, তবে তারা (দেম্বেলে এবং তার এজেন্ট) মৌসুমের শেষ পর্যন্ত তথা আগামী সপ্তাহ পর্যন্ত সময় চেয়েছে।’

‘আমরা আরও আগেই তার জবাব জানতে চেয়েছি, তবে যেহেতু তার চুক্তি শেষ হচ্ছে তাই তাকে আমরা বাধ্য করতে পারি না। আমি এবং কোচ (জাভি) তাকে খুবই পছন্দ করি। আমরা তাকে রেখে দিতে যথাসাধ্য চেষ্টা করছি।’

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষের পর দেম্বেলেকে ফ্রি ট্রান্সফারে দলে টানতে আগ্রহী আরো তিন ক্লাব প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। 

২০১৭ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৯৬৭ কোটি টাকার বিনিময়ে দেম্বেলেকে দলে টেনেছিল বার্সেলোনা তবে কাতালান ক্লাবটিতে আসার পর থেকেই চোটের সঙ্গে নিত্য লড়াই চলেছে তার। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে পাঁচ মৌসুমে ১৪৯ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে