বুধবার, ১৮ মে, ২০২২, ০৪:৪৯:৫০

এটি হলে বড় বিপদ সানরাইজার্স হায়দরাবাদের জন্য!

এটি হলে বড় বিপদ সানরাইজার্স হায়দরাবাদের জন্য!

স্পোর্টস ডেস্ক: যেন দুর্ভাগ্য পিছু নিয়েছে! চলতি IPL-এ একাধিক ক্রিকেটার ব্যক্তিগত কারণে বায়ো বাবল ছেড়েছেন। এতে দলগুলো ধাক্কা খেয়েছে। 

কেউ মাঝপথে ছেড়েছেন, আবার কেউ টুর্নামেন্ট শুরুর আগেই ছেড়েছেন। এবার দলের এই গুরুত্বপূর্ণ জায়গায় কেন উইলিয়ামসনের দল ছাড়া প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল তাঁকে। আর যদি এটি হয় তাহলে বড় বিপদ সানরাইজার্স হায়দরাবাদের জন্য! আবার যদি সানরাইজার্স প্লে অফ প্রবেশ করে তাহলে কি উইলিয়ামসন দলের সঙ্গে যোগ দেবেন?

অম্ল মধুর খবর সানরাইজার্স হায়দরাবাদের জন্য। গ্রুপস্তরের শেষ ম্যাচের আগে দল ছাড়লেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। সন্তান জন্মের সময় তাঁর পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কেন। 

ইতিমধ্যেই তিনি বায়ো বাবল ছেড়ে দেশে চলে গেছেন বলে জানা যাচ্ছেন। দলের পক্ষ থেকে টুইটার হ্যান্ডলে কেনের দেশে ফেরার খবর জানানো হয়েছে।

২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম সন্তানের জন্ম দেন উইলিয়ামসনের স্ত্রী সারা রহিম। এবার দ্বিতীয় সন্তানের আলো দেখার পালা। প্লে অফে প্রবেশের জন্য সানরাইজার্সের কাছে শেষ ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে অধিনায়কের দল ছাড়া একটা বড় ধাক্কা। 

অন্যদিকে অধিনায়কের সন্তান জন্মানোর খুশিও রয়েছে দলের মধ্যে। SRH-এর পক্ষ থেকে টুইটে লেখা হয়, “আমাদের অধিনায়ক কেন উইলিয়ামসন নিউ জিল্যান্ড ফিরে যাচ্ছেন। পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে। দলের সকলেই সন্তানের সুস্থ জীবন কামনা করছি।”

চলতি IPL-এ একাধিক ক্রিকেটার ব্যক্তিগত কারণে বায়ো বাবল ছেড়েছেন। এতে দলগুলো ধাক্কা খেয়েছে। কেউ মাঝপথে ছেড়েছেন, আবার কেউ টুর্নামেন্ট শুরুর আগেই ছেড়েছেন। 

এবার দলের এই গুরুত্বপূর্ণ জায়গায় কেন উইলিয়ামসনের দল ছাড়া প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল তাঁকে। যদি সানরাইজার্স প্লে অফ প্রবেশ করে তাহলে কি উইলিয়ামসন দলের সঙ্গে যোগ দেবেন? সেই উত্তর যদিও মেলেনি। 

তাঁর বদলে কে দলের নেতৃত্ব দেবেন সে ব্যাপারে যদিও জানায়নি SRH। মনে করা হচ্ছে নিকোলাস পুরান বা অভিষেক শর্মাকে অধিনায়ক করা হতে পারে শেষ ম্যাচের জন্য।

চলতি IPL মোটেই ভালো যায়নি উইলিয়ামসনের। ১৩ ম্যাচে মাত্র ২১৬ রান করেছেন তিনি। গড় ১৯.৬৪। একটি অর্ধশতরান রয়েছে তাঁর নামে। স্ট্রাইক রেট ৯৩.৫১। ডেভিড ওয়ার্নার অফ ফর্মে থাকায় তাঁর হাত থেকে অধিনায়কত্ব নিয়ে দেওয়া হয় উইলিয়ামসনের হাতে। 

কিন্তু তিনি এসেও দলের কপালে পরিবর্তন আনতে পারেননি। প্রথমে টানা পাঁচ ম্যাচে জয়, তারপর টানা পাঁচ ম্যাচে হেরে প্লে অফের দৌড়ে শেষে চলে গেছে তারা। 

গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জিতে কিছুটা অক্সিজেন পেয়েছে। তবে এখন প্লে অফে যেতে গেলে তাদের শেষ ম্যাচ জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। ২২ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়েছে তাদের শেষ ম্যাচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে