শুক্রবার, ২০ মে, ২০২২, ১২:৩৭:১৬

খুব হতাশ ছিলাম, এবার সেই হতাশা কাটল: কোহলি

খুব হতাশ ছিলাম, এবার সেই হতাশা কাটল: কোহলি

স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট দেওয়া ১৬৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই স্বরূপে দেখা দেন বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক ডু প্লেসির সঙ্গে উদ্বোধনী উইকেটে গড়েন ১১৫ রানের জুটি। 

মাত্র ৩৩ বলে সাত চার ও এক ছয়ে তুলে নেন এবারের আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক। ইনিংসের ১৭ তম ওভারে রশিদ খানের বলে স্টাম্পড হয়ে ফিরে যাওয়ার আগে ৫৪ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৩ রান করেন। কোহলি যখন ফেরেন তখন বেঙ্গালুরুর জয় প্রায় নিশ্চিত। 

ফলে ম্যাচসেরার পুরস্কারও পান কোহলি। দীর্ঘ সময় পর ম্যাচজয়ী ইনিংস খেলে যারপরনাই খুশি কোহলি। বললেন, আইপিএলে রান না পাওয়া নিয়ে খুব হতাশ ছিলাম। এবার সেই হতাশা কাটল।

কোহলি বলেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা। আমাকে ভালো খেলতেই হতো। দলের হয়ে অবদান রাখতে পারছিলাম না, দলকে জেতাতে পারছিলাম না, এই ব্যাপারটা আমাকে হতাশ করে তুলেছিল। যদিও পরিসংখ্যান নিয়ে অত ভাবি না।

তিনি বলেন, তবে দলকে জেতাতে না পারলে বেশি চিন্তায় পড়ি। আজ এমন একটা ম্যাচ ছিল যেখানে দলের হয়ে ম্যাচে একটা প্রভাব ফেলতে পেরেছি। এই জয় দলকে একটা ভালো জায়গায় নিয়ে গেল। এই ম্যাচ দিয়েই নিজেকে ছন্দে ফিরে পাবেন বলে আগেই বুঝতে পেরেছিলেন কোহলি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে