শুক্রবার, ২০ মে, ২০২২, ০১:১৮:০৬

বেহালার পৈতৃক বাড়ি ছাড়ছেন সৌরভ গাঙ্গুলী

বেহালার পৈতৃক বাড়ি ছাড়ছেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলী এবার বেহালার পৈতৃক বাড়ি ছাড়তে চলেছেন। এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন, বিসিসিআই সভাপতি নিজেই। দোতলা বাড়িসহ জমি কিনেছেন মধ্য কলকাতায়। 

এটিকে বাংলোও বলা চলে। ব্যবসায়ী অনুপমা বাগরি, কেশব দাস বিনানি ও তার পুত্র নিকুঞ্জের কাছ থেকে এই সম্পত্তির মালিকানা নিয়েছেন সৌরভ। বাড়িটি অবস্থিত লোয়ার রডন স্ট্রিটে। ২৩.৬ কাঠার উপর অবস্থিত জমি-সহ বাড়ির আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা বলে জানা যাচ্ছে। 

যদিও এই জমিতে থাকা বাড়িটি ভেঙে নতুন করে মনের মতো বাড়ি তৈরি করবেন মহারাজ। সূত্র মারফত জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা স্থপতি বিবেক চট্টোপাধ্যায় সৌরভের বাড়ির ডিজাইন তৈরি করছেন। সেটা চূড়ান্ত হলেই বাড়ি তৈরির কাজ শুরু হবে। 

কলকাতা শহরের অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা হলেও সৌরভের নতুন বাড়িটির অবস্থান কানাগলিতে। ফলে কোলাহল নেই বললেই চলে। শান্ত এলাকায় নিরিবিলিতেই বসবাস করতে পারবেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি।

তবে সৌরভের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে বেহালার ২/৬, বীরেন রায় রোড ইস্ট। এই বাড়িতেই তাঁর বড় হওয়া, এখান থেকেই ক্রিকেটের যাবতীয় উত্থান। সেখান থেকে অন্যত্র সরে যাওয়া নিঃসন্দেহে কঠিন, আবেগঘনও।

সৌরভ বলেছেন, নিজের নতুন বাড়ি, ভালোই লাগছে। মধ্য কলকাতায় থাকতে পারা সব দিক দিয়েই সুবিধাজনক। তবে যেখানে ৪৮ বছর কাটিয়েছি সেটা ছেড়ে যাওয়া খুব কঠিনও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে