শুক্রবার, ২০ মে, ২০২২, ০৩:২১:২৭

ইতিহাসের সাক্ষী হতে চলেছে কাতার ফুটবল বিশ্বকাপ

ইতিহাসের সাক্ষী হতে চলেছে কাতার ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: ইতিহাসের সাক্ষী হতে চলেছে কাতার ফুটবল বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারি দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।

বিবৃতিতে বলা হয়, ২০২২ কাতার বিশ্বকাপে রেফারিদের প্যানেলে আছেন তিনজন করে নারী রেফারি ও সহকারী রেফারি। বিশ্বকাপের দায়িত্ব পাওয়া ৩৬ জন মূল রেফারির মধ্যে নারী তিনজন হলেন-ফরাসি স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা।

সহকারী রেফারি হিসেবে আছেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট। বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এলিট নারী রেফারিদের অংশগ্রহণকে স্বাভাবিক হিসেবেই ধরা হবে, বিষয়টা আর চমকপ্রদ কিছু হবে না।

পুরুষদের বিশ্বকাপে নারী রেফারির দায়িত্ব প্রসঙ্গে ফিফা রেফারিজ কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা বলেন, ‘এর মাধ্যমে অনেক বড় একটা প্রক্রিয়ার ইতি ঘটল। অনেক বছর আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে