শুক্রবার, ২০ মে, ২০২২, ০৪:৪৩:৫৭

শেষ গুঞ্জনটা সত্যি হলে এমবাপ্পেকে আজীবন কপাল চাপড়াতে হবে

শেষ গুঞ্জনটা সত্যি হলে এমবাপ্পেকে আজীবন কপাল চাপড়াতে হবে

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সে বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। যেন ফ্রান্সে প্রতিদিনকার আলোচনার বিষয়ই বনে গেছেন তিনি। এই শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদে প্রায় যোগই দিয়েছেন তিনি, আবার শোনা যাচ্ছে রিয়ালকে না বলে থাকছেন পিএসজিতেই। 

তবে শেষ গুঞ্জনটা যদি শেষমেশ সত্যিই হয়, তাহলে এমবাপ্পেকে আজীবন কপাল চাপড়াতে হবে, এমনটাই মনে হচ্ছে ফরাসি কিংবদন্তি জঁ পিয়েরে পপাঁর। পিএসজি এমবাপ্পেকে দলে রেখে দিতে প্রাণপণ চেষ্টা করেই চলেছে। তবে রিয়াল মাদ্রিদ তাকে দলে পেতে ভালোভাবেই চেষ্টা করছে। 

এ প্রক্রিয়াটা অবশ্য আজকে শুরু হয়নি। গেল গ্রীষ্মকালীন দলবদলে কমপক্ষে দুইবার ১৬০০ কোটি টাকারও বেশি অর্থের প্রস্তাব রিয়াল দিয়েছিল পিএসজিকে। তবে এমন বিশাল অঙ্কের ট্রান্সফার ফি’র প্রস্তাবেও মন গলেনি পিএসজির। প্রত্যাখ্যান করেছে দুই বারই।

পিএসজি আরও সব প্রস্তাব দিয়েছে এমবাপের টেবিলে। পিএসজিতে যদি থেকে যাওয়ার চিন্তাই করেন, তাহলে সেখানে খেলোয়াড় হলেও অনেকটা ক্রীড়া পরিচালকের মতোই সুবিধা পাবেন তিনি। 

ইউরোপীয় সংবাদ মাধ্যম বলছে, পিএসজিতে প্রতি সপ্তাহে ৯.৩ কোটি টাকা তো পাবেনই, সেখানকার ক্রীড়া প্রকল্পে যে কোনো পরিবর্তন, যেমন কোচ বা খেলোয়াড় বদলানো, এমন সুযোগও থাকবে তার কাছে।

তবে এমন সব প্রস্তাব পায়ে ঠেলে এমবাপের রিয়ালেই যাওয়া উচিত। এমনটাই মনে করছেন ফ্রান্সের সাবেক এই ফুটবলার। ১৯৯১ সালের ব্যালন ডি’অর বিজয়ী পিয়েরে পপাঁর জানালেন, রিয়ালে না গেলে আজীবন কপাল চাপড়াতে হবে এমবাপেকে। 

তিনি বলেন, ‘একজন খেলোয়াড় যদি স্বপ্ন দেখে, তাহলে সেটা তার পূরণ করতে হয়। যদি তার স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদে যাওয়া, তাহলে সেখানে তার যেতেই হবে। সেটা যদি সে না করে, তাহলে তার বাকি জীবনের পুরোটা জুড়ে কেবল আফসোসই করতে হবে তাকে।’

পপাঁ শুধু অনুষ্ঠানেই এই কথা বলে ক্ষান্ত হননি। শেষ এক সপ্তাহে তার দেখা হয়েছিল এমবাপের বাবার সঙ্গেও। সেখানেও তিনি বলেছেন একই কথা। তবে পপাঁর এই কথা মেনে এমবাপে শেষমেশ যাবেন কি যাবেন না? সেটা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে