শনিবার, ২১ মে, ২০২২, ০৪:১৯:২৮

হেটমেয়ার ও তার স্ত্রীকে নিয়ে গাভাসকারের আপত্তিকর মন্তব্য!

হেটমেয়ার ও তার স্ত্রীকে নিয়ে গাভাসকারের আপত্তিকর মন্তব্য!

স্পোর্টস ডেস্ক: আইপিএলে সঞ্জু স্যামসনের নেতৃত্বে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালসকে। শুক্রবার চেন্নাইকে হারিয়ে প্লে অফের টিকিট পাকা করে ফেলেছে তারা। যে দলের অন্যতম সদস্য শিমরণ হেটমেয়ারও। সেই হেটমেয়ার ও তার স্ত্রীকে নিয়ে গাভাসকারের আপত্তিকর মন্তব্য রীতিমতো নিন্দার ঝড় তুলেছে।

ক্যারিবিয়ান তারকাকে নিয়ে মশকরা করতে গিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়লেন সুনীল গাভাসকার। কিংবদন্তির মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিন্দার ঝড়। ঘটনাটা ঠিক কী? আইপিএলের মাঝেই ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলেন হেটমেয়ার। 

প্রথমবার বাবা হওয়ার মুহূর্তের সাক্ষী হতে। এমন আনন্দের দিনে স্ত্রীর পাশেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। যার জন্য কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবার দলে যোগ দেন হেটমেয়ার। আর গতকাল ধোনিদের বিরুদ্ধে যখন মাঠে নামছেন, তখনই কমেন্ট্রি বক্স থেকে একটি মন্তব্য করে বসেন গাভাসকার। 

ধারাভাষ্যকার হিসেবে মজা করেই তিনি বলেন, “হেটমেয়ারের স্ত্রী প্রসব (ডেলিভার) করেছে। এবার কি রয়্যালসের জন্য হেটমেয়ার (ডেলিভার করতে) পারবে?” এই মন্তব্য নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই কিংবদন্তির এহেন ভাষা প্রয়োগের সমালোচনা করেছেন। 

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন গাভাসকারকে ইংরেজি ধারাভাষ্য করতে দেওয়া হচ্ছে। কারও কারও আবার দাবি, ধারাভাষ্যকার হিসেবে গাভাসকারকে একেবারেই পছন্দ হয় না। উল্লেখ্য, এর আগে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতে গিয়ে অনুষ্কা শর্মার নাম টেনে এনে বিতর্কের মুখে পড়েছিলেন গাভাসকার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে