রবিবার, ২২ মে, ২০২২, ০৭:২৪:৪৩

নিশ্চিত করলেন মুমিনুল, এটা দারুণ সুযোগ খালেদ-এবাদতের জন্য

নিশ্চিত করলেন মুমিনুল, এটা দারুণ সুযোগ খালেদ-এবাদতের জন্য

স্পোর্টস ডেস্ক: গত কয়েকমাস বাংলাদেশের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়া তাসকিন আহমেদ ইনজুরিতে। আরও এক তরুণ পেসার শরীফুল ইসলামও একই কারণে ছিটকে গেছেন। 

আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তাই অধিনায়ক মুমিনুল হককে আস্থা রাখতে হচ্ছে দুই পেসার খালেদ আহমেদ আর এবাদত হোসেনের ওপর। আজ রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই দুজনের একাদশে থাকা একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন মুমিনুল। সেইসঙ্গে তাঁর কথায় এটা একটা দারুণ সুযোগ খালেদ-এবাদতের জন্য।

মিরপুর স্টেডিয়ামে এর আগে এক পেসার নিয়েও টেস্ট খেলেছে বাংলাদেশ। আজ মুমিনুলকে তাই প্রশ্ন করা হলো, এবারও এক পেসার নিয়ে একাদশ সাজানো হবে কিনা। 

জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'জানি না, আমি অধিনায়ক হওয়ার পর আপনারা এক পেসার পেয়েছিলেন কিনা। মনে হয় না, এক পেস বোলার খেলবে। এমনও হতে পারে তিনটাও খেলতে পারে (হাসি)। 

' উল্লেখ্য, মুমিনুল অধিনায়ক হওয়ার পরও গত বছর দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এক পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ।

এবার তাসকিন-শরীফুলের অনুপস্থিতি বাকিদের জন্য সুযোগ হিসেবে দেখছেন মুমিনুল, 'কোনো একটা জিনিস শুরু করলে মাঝেমাঝে এমন বাধাবিপত্তি আসতে পারে। তাসকিন যতদিন খেলেছে, খুব ভালো বল করেছে। 

শরিফুলও ভালো অবদান রেখেছে টেস্ট দলে। ওদের জায়গায় যারা খেলবে, তাদের জন্য এটা বিরাট সুযোগ। সেই সাথে আমার মনে হয়, আমার জন্যও একটা সুযোগ, ওদের দেখে নেওয়ার। টেস্ট অধিনায়ক হিসেবে আমি সব সময় চিন্তা করি, আমার এক ঝাঁক পেসার থাকুক, স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা হোক। '

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে