শনিবার, ২৮ মে, ২০২২, ০১:৩১:২৮

কলঙ্কিত অতীত মুছে জাতীয় দলের কোচ হলেন সালমান বাট

কলঙ্কিত অতীত মুছে জাতীয় দলের কোচ হলেন সালমান বাট

স্পোর্টস ডেস্ক: ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন বাট। ইংল্যান্ড সফরে গিয়ে তিনি ম্যাচ গড়াপেটার অভিযোগে অভিযুক্ত হন। 

অপরাধ প্রমাণ হওয়ায় পাঁচ বছরের নির্বাসন হয় তার। সে সময় তিনিই ছিলেন পাকিস্তানের অধিনায়ক। সেই কলঙ্কিত অতীত মুছে এবার জাতীয় দলেন কোচ হলেন সালমান বাট। তাকে জাতীয় দলের কোচ করল সিঙ্গাপুর।। 

৩৭ বছরের সাবেক ক্রিকেটারের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসসিএ) কর্তারা। আগামী জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচই কোচ বাটের প্রথম চ্যালেঞ্জ। তবে ম্যাচ গড়াপেটার অভিযোগে কলঙ্কিত বাটকে সিঙ্গাপুর কোচ করায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

পাকিস্তানের হয়ে ৩৩টি টেস্ট, ৭৮টি এক দিনের ম্যাচ এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রাক্তন বাঁহাতি ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর পরিসংখ্যান বেশ ভাল। নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে বাট সিঙ্গাপুরের পুরুষদের জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা রাখছেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ সাদ খান জানজুয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে