শনিবার, ২৮ মে, ২০২২, ০৫:০৯:৩৮

হতাশার বশে এমন কাণ্ড ঘটিয়ে হতভম্ব টেনিশ সুন্দরী!

হতাশার বশে এমন কাণ্ড ঘটিয়ে হতভম্ব টেনিশ সুন্দরী!

স্পোর্টস ডেস্ক: ফরাসি ওপেনে র‍্যাকেট ছুড়ে মারার ঘটনায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই বিতর্কের কেন্দ্রে রোমানিয়ার টেনিশ সুন্দরী ইরিনা ক্যামেলিয়া বেগু। দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ চলাকালীন হতাশায় কোর্টে র‌্যাকেট আছড়ে মারেন তিনি।

সেটি আচমকা লাফিয়ে উঠে দর্শকাসনে বসা এক খুদে দর্শকের মাথায় গিয়ে লাগে। প্রচণ্ড ব্যথায় শিশুটি সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে। হতাশার বশে এমন কাণ্ড ঘটিয়ে হতভম্ব হয়ে যান টেনিশ সুন্দরী। পরিস্থিতি বুঝে চেয়ার আম্পায়ার সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন।

বেগুর প্রতিপক্ষ ছিলেন একাতেরিনা আলেকজান্দ্রোভা। তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে র‌্যাকেট সজোরে ছুড়ে মারেন কোর্টে। সেটিই গিয়ে ওই খুদে সমর্থকের মাথায় লাগে। চেয়ার আম্পায়ার সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি দেখেন এবং ম্যাচের সুপারভাইজারকে বিষয়টি দেখতে বলেন।

কিছুক্ষণ পর তিনি খেলা শুরু করার নির্দেশ দেন। যদিও এতে বেগুর মনঃসংযোগ ব্যাঘা'ত ঘটেনি। রাশিয়ার আলেকজান্দ্রোভাকে ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তিনি তৃতীয় রাউন্ডে উঠেছেন। ম্যাচ জিতলেও শাস্তির হাত থেকে রেহাই পাননি বেগু। তাকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। 

ম্যাচের পর ওই খুদে সমর্থকের সঙ্গে গিয়ে কথা বলেন বেগু। কোলে তুলে নিয়ে তার সঙ্গে ছবিও তোলেন। এরপর তিনি বলেন, 'ওই মুহূর্তটা খুবই কঠিন ছিল। র‌্যাকেটটা যে অতটা লাফিয়ে উঠতে পারে আমি বুঝতে পারিনি। খুব অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিলাম। ক্ষমা চাইছি সবার কাছে।'

ক্ষমা চেয়ে, জরিমানা দিয়েও বাঁচতে পারছেন না বেগু। তাকে টুর্নামেন্ট থেকে বহিস্কারের দাবি উঠেছে। বেগুর প্রতিপক্ষ বা সমর্থক সবাই খুব বিরক্ত। তাদের প্রশ্ন, এমন ঘটনা ঘটানোর পরেও বেগুকে কেন ফরাসি ওপেনে খেলতে দেওয়া হচ্ছে? 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে