রবিবার, ২৯ মে, ২০২২, ০৯:৫৭:১৩

আইপিএলে যুগ্মভাবে আছেন কোহলি-বাটলার, তালিকায় শীর্ষে গেইল

আইপিএলে যুগ্মভাবে আছেন কোহলি-বাটলার, তালিকায় শীর্ষে গেইল

স্পোর্টস ডেস্ক: রাজস্থান রয়্যালসের হয়ে স্বপ্নের মরশুম কাটছে জস বাটলারের। চারটে শতরান করে একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। চলতি মরশুমে ইতিমধ্যেই ৮০০ রান পার করে ফেলেছেন। 

সঙ্গে হয়ে গেছেন IPL ইতিহাসের তৃতীয় ব্যাটার যিনি সর্বোচ্চ রান করলেন। তাঁর আগে রয়েছে বিরাট কোহলি আর ডেভিড ওয়ার্নার।

তবে এখানেই শেষ নয়, বাটলার একাধিক ক্ষেত্রে টেক্কা দিয়েছেন। ২০১৬ মরশুমে বিরাট কোহলি চারটে শতরান করেছিলেন। বাটলার বিরাটদের বিরুদ্ধে শতরান করে বিরাটকে স্পর্শ করে ফেললেন। সুযোগ রয়েছে বিরাটকে টপকে যাওয়ার। তিনি হলেন IPL-এর তৃতীয় প্লেয়ার যিনি ৮০০ বা তার বেশি রান করলেন।

IPL-এ অন্যতম সেরা রান স্কোরার বাটলার। তিনি মাঠে থাকা মানে অধিনায়ক নিশ্চিন্তে থাকতে পারেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে বাটলার একাই বিপক্ষকে শেষ করে দিলেন। বাটলারের ১০৬ রানের সুবাদে সহজেই ১৫৮ রান তুলে ফেলে রাজস্থান।

IPL-এর ইতিহাসে বাটলারের খাতায় রয়েছে পাঁচটা শতরান। মোট শতরানের দিক থেকে তিনি বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকায় শীর্ষে আছেন ক্রিস গেইল। তিনি করেছেন ৬টা শতরান। বিরাট আর বাটলারের রয়েছে ৫টা শতরান।

IPL-এ ৮০০ রান টপকানোর তালিকায় বাটলারের আগে রয়েছেন বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার। ২০১৬ সালে কোহলি করেছিলেন ৯৭৩ রান আর ওয়ার্নার করেছিলেন ৮৪৮ রান। 

বাটলার ২০২২ সালে করলেন ৮২৪ রান। রয়েছে আর একটি ম্যাচ। ফাইনালে বাটলার শতরান করতে পারলে গড়বেন আরও একাধিক রেকর্ড।

বিরাট কোহলির রানের রেকর্ড ভাঙা বাটলারের কাছে কিছুটা কঠিন হবে। কারণ বিরাট এগিয়ে আছে ১৪৯ রানে। অর্থাৎ বিরাটকে টপকাতে গেলে বাটলারকে ফাইনালে ১৫০ রান করতেই হবে। 

গুজরাটের বোলিংয়ের কাছে যেটা কঠিন। যদি ১৫০ রান বাটলার একাই করেন তাহলে দলের বাকিরা রান করার সুযোগ পাবে ন। তবে ওয়ার্নারের রেকর্ড ভাঙতে পারবেন বাটলার। 

রাজস্থান রয়্যালসকে IPL দ্বিতীয়বারের জন্য জিততে গেলে বাটলারকে রান করতেই হবে। যেই জিনিসটা ২০১৬ সালে করেছিলেন ডেভিড ওয়ার্নার। 

তিনি একাই সানরাইজার্স হায়দরাবাদকে টেনেছিলেন আর চ্যাম্পিয়ন করেছিলেন। এবার বাটলারও সেই জিনিসটা করছেন। যদি ফাইনাল জেতে রাজস্থান তাহলে রেকর্ড হবে। 

কারণ গত ১৪ বছর ধরে রাজস্থান ফাইনালে প্রবেশ করেনি। ২০০৮ সালে শেষ ও প্রথমবার তারা ফাইনালে যায় ও কাপ জেতে। এবারও সেটাই হতে চলেছে বলে মনে করছেন সমর্থকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে