রবিবার, ২৯ মে, ২০২২, ১০:০৮:২০

অবশেষে ওজিলের স্বপ্ন পূরণ!

অবশেষে ওজিলের স্বপ্ন পূরণ!

স্পোর্টস ডেস্ক : মানুষের হাজারো রকম স্বপ্ন থাকে। জার্মান ফুটবলার মেসুত ওজিলের স্বপ্ন ছিল, ইন্দোনেশিয়ার ইস্তিকলাল মসজিদে নামাজ আদায় করার। এবার অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।

শুক্রবার ঐতিহাসিক এ মসজিদে জুমার নামাজ আদায় করেন আর্সেনালের সাবেক এই খেলোয়াড়। সে সময়-ই জানালেন, এখানে নামাজ আদায় করা তার বহুদিনের স্বপ্ন ছিল, অবশেষে পূরণ হলো তা।

ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তির অধীনে ওজিল বিশাল ওই মসজিদটি পরিদর্শন করেন। ইস্তিকলাল মসজিদটি শহরের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত।

জুমার নামাজের পর ওজিল উপস্থিত মুসল্লিদের কাছে তার অনুভূতি ব্যক্ত করেন। তাকে এ মসজিদে নামাজ আদায়ের সুযোগ করে দেয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ প্রসঙ্গে ওজিল বলেন, আমাকে এখানে আনার জন্য আপনাদের ধন্যবাদ। আমার স্বপ্ন ছিল এই সুন্দর মসজিদে নামাজ আদায় করার।

ইস্তিকলাল মসজিদে পৌঁছলে ওজিলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তুর্কি বংশোদ্ভূত এই জার্মান খেলোয়াড় মসজিদের খতিব নাসিরুদ্দিন ওমরকে ফেনারবাহচে ক্লাবের একটি জার্সি উপহার দেন।

৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার এর আগে দেশটির পর্যটন ও সৃজনশীল অর্থনীতি মন্ত্রী সান্দিয়াগা উনোর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। মেসুত চারদিনের সফরে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন।

তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক ওজিল যে কারখানায় তার নিজস্ব ব্র্যান্ডের পণ্য তৈরি করা হয়, সেখানে গিয়েছিলেন এবং গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে তরুণদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণে যোগ দেয়ার আগে বালি ইউনাইটেড ক্লাবের কর্মকর্তাদের সাথে দেখা করেন।

মেসুত ওজিল তার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মতো বড় নামি ক্লাবের হয়ে খেলেছেন। তিনি ২০১৪, ২০১৫, ২০১৭ ও ২০২০ সালে চারটি ইংলিশ এফএ কাপ জিতেছেন এবং রিয়াল মাদ্রিদের সাথে ২০১২ স্প্যানিশ লা লিগা শিরোপা জিতেছেন। তিনি জার্মানির হয়ে ৯২ ম্যাচে ২৩ গোল করেছেন। তিনি ২০১৪ সালে দেশের হয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সুত্র : ডেইলি সাবাহ ও অন্যান্য

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে