বুধবার, ১৫ জুন, ২০২২, ০৩:৩১:৪৭

৪৮ হাজার কোটি টাকা যেভাবে খরচ করতে চান সৌরভ!

৪৮ হাজার কোটি টাকা যেভাবে খরচ করতে চান সৌরভ!

স্পোর্টস ডেস্ক : আইপিএলের মিডিয়া স্বত্বের ই-নিলাম থেকে বোর্ডের কোষাগারে ঢুকেছে ৪৮,৩৯০ কোটি টাকা। এই বিপুল টাকা কী ভাবে ব্যবহার করবে ভারতীয় ক্রিকেট বোর্ড? উত্তর দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই টাকা ক্রিকেটকেই ফিরিয়ে দিতে চান তিনি। 

ব্যাখ্যা দিতে গিয়ে সৌরভের বক্তব্যে উঠে এসেছে এএন ঘোষ, চিদাম্বরম থেকে শুরু করে জগমোহন ডালমিয়ার মতো প্রাক্তন বোর্ড সভাপতিরা এবং কপিল দেব, সুনীল গাওস্করদের মতো প্রাক্তন ক্রিকেটাররা।

সতর্ক বিসিসিআই সভাপতি প্রথমেই জানিয়েছেন, আইপিএল মানে কিন্তু শুধুই টাকা নয়। ক্রিকেটের উৎকর্ষকেই বেশি প্রাধান্য দিতে চান বোর্ড কর্তারা। সৌরভ টুইটে লিখেছেন, ‘খেলায় কখনও টাকা সর্বস্ব হতে পারে না। 

প্রতিভাই আসল। ক্রিকেট খেলার ভিত আমাদের দেশে কতটা মজবুত, আইপিএলের ই-নিলামে সেটাই প্রমাণ হয়েছে। টাকার অঙ্ক নিশ্চিত ভাবেই তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। ওরা আরও ভাল খেলার চেষ্টা করবে। তাতে ভারতীয় দল আরও শক্তিশালী হবে। বিশ্বের সেরা ক্রিকেটার তৈরির পরিকাঠামো গড়ে তুলব আমরা।’’ আইপিএলের বিপুল আয় ক্রিকেটকেই ফিরিয়ে দিতে চান বোর্ড কর্তারা।

ভারতে ক্রিকেটের বিপুল জনপ্রিয়তা হঠাৎ তৈরি হয়নি বলেই মনে করেন সৌরভ। গুরুত্ব দিয়েছেন অতীতকেও। বোর্ড সভাপতি বলেছেন, ‘‘আমাদের দেশে ক্রিকেট অনেকটা ধর্মের মতো। 

গত ৫০ বছরে যাঁরা ক্রিকেটে খেলেছেন এবং ক্রিকেট প্রশাসক হিসেবে কাজ করেছেন, তাঁদের সকলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। সে সময় এই খেলাটার কিছুই ছিল না। 

তাঁদের জন্যই এখন সমর্থকরা গ্যালারি ভর্তি করেন বা টেলিভিশনের সামনে বসে থাকেন।’’ ই-নিলামের সাফল্যের জন্য বোর্ডের সংশ্লিষ্ট সহকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ। ক্রিকেটের প্রতি আস্থা রাখায় ধন্যবাদ জানিয়েছেন সম্প্রচারকারীদের। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে