বুধবার, ১৫ জুন, ২০২২, ০৪:০৭:৪১

আইসিসির র‌্যাংকিং প্রকাশ; সেরা দুই স্থানই পাকিস্তানের দখলে

আইসিসির র‌্যাংকিং প্রকাশ; সেরা দুই স্থানই পাকিস্তানের দখলে

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সময় পার করা ইমাম সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজের সব ম্যাচেই হাঁকিয়েছেন অর্ধশত। এর পুরস্কারও পেলেন সঙ্গে সঙ্গে। আইসিসির ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে তিনি উঠে এলেন দুই নম্বরে।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইমাম উল হক খেলেছেন ৬৫, ৭২ ও ৫২ র ানের ইনিংস। জিতেছিলেন সিরিজসেরার পুরস্কারও। আর এবার উঠে এলেন র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। র‌্যাংকিংয়ে আগে থেকেই শীর্ষে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফলে ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা দুই স্থানই এখন পাকিস্তানের দখলে।

বাবরের চেয়ে অবশ্য ইমামের ব্যবধানটা অনেক। বাবরের রেটিং পয়েন্ট ৮৯২, আর ইমামের ৮১৫। তিনে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৮১১। এছাড়া রোহিত শর্মা চারে ও কুইন্টন ডি কক পাঁচে অবস্থান করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে