বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১১:২৯:৫৬

'মেসি অদ্বিতীয়, ১০০ বছরে তাঁর মতো খেলোয়াড় একবার আসে'

'মেসি অদ্বিতীয়, ১০০ বছরে তাঁর মতো খেলোয়াড় একবার আসে'

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যারা বলে মেসির চেয়ে রোনালদো ভালো, তারা ফুটবলের কিছুই জানে না। এমনটিই মনে করেন নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার মার্কো ফন বাস্তেন।

ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে বাস্তেন বলেন, 'ক্রিস্টিয়ানো রোনালদো একজন কিংবদন্তি খেলোয়াড়। কিন্তু যারা বলে যে সে মেসির চেয়ে ভালো, হয় তারা ফুটবল সম্পর্কে কোনো কিছু বোঝে না অথবা তারা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এটা বলছে। '

বিশ্বকাপের গোল্ডেন বল ও রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি সম্পর্কে বাস্তেন আরো বলেন, ‘মেসি অদ্বিতীয়। তাঁকে অনুকরণ করা যেমন অসম্ভব, তেমনি তাঁর পুনরাবৃত্তি ঘটাও অসম্ভব। ৫০-১০০ বছরে তাঁর মতো খেলোয়াড় একবার আসে। শৈশবে সে হয়তো ফুটবলের যাবতীয় প্রতিভা ধারণ করা কোনো পাত্রে পড়ে গিয়েছিল!’

এতো প্রসংশায় ভাসালেও মেসিকে সর্বকালের সেরা তিনে রাখেননি বাস্তেন। তাঁর মতে, সেরা তিনেও নেই লিওনেল মেসি। এই ডাচ তারকা বলেন, ‘পেলে, ম্যারাডোনা ও ইয়োহান ক্রুইফ আমার চোখে সেরা তিন ফুটবলার। ছোটবেলায় আমি ক্রুইফের মতো হতে চাইতাম। সে আমার বন্ধু ছিল, আমি তাকে মিস করি। পেলে আর ম্যারাডোনাও অবিশ্বাস্য ছিল। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে