বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ০১:৪৭:০৯

যে তিন কারণে সিদ্ধান্ত বদলে ফেলেন এমবাপ্পে

যে তিন কারণে সিদ্ধান্ত বদলে ফেলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে, এমন একটা গুঞ্জন গত মৌসুমের পুরোটা জুড়েই ঘুরে বেড়িয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। তবে এমবাপ্পে শেষমেশ রিয়াল মাদ্রিদকে হতাশ করে পিএসজিতেই থাকার ঘোষণা দেন গেল মাসে।

ফরাসি তারকাকে রাজনৈতিক চাপের মুখে রেখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে পিএসজি, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এই সিদ্ধান্ত স্বাধীনভাবে আসেনি বলে অভিযোগ তোলেন তিনি। পেরেজ জানান, তিন কারণে সিদ্ধান্ত বদলে ফেলেন এমবাপ্পে।

গত বুধবার এলো চিরিঙ্গিতো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন অনেক বিষয়ে। তবে এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ না দেওয়া বিষয়ে বলা তার কথাগুলোই মনোযোগ কেড়েছে সবচেয়ে বেশি। পেরেজ বলেন, ‘রাজনৈতিক চাপ, টাকা আর ক্লাবে তার অবস্থান বদলে যাওয়ার ফলে এমবাপে তার সিদ্ধান্ত বদলে ফেলেছে।’

পেরেজ। বলেন, ‘এমবাপ্পে বিশ্বাসঘাতকতা করেনি। তার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলার। আমরা গেল আগস্টেই কাজটা সেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু তারা তাকে ছাড়েনি। সে বলেই যাচ্ছিল, সে রিয়াল মাদ্রিদে খেলতে চায় কিন্তু ১৫ দিনের মধ্যে পিএসজি পরিস্থিতিটা বদলে দিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে