বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ০৭:৪৮:৫৬

তামিমের দরকার মাত্র ১৯, হবে এক মাইলফলক!

তামিমের দরকার মাত্র ১৯, হবে এক মাইলফলক!

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হলো বাংলাদেশের উইন্ডিজ অভিযান। ম্যাচটিতে ইতোমধ্যেই টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক উইন্ডিজ। সাকিব আল হাসান তৃতীয় দফায় জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর এটাই তার প্রথম অ্যাসাইন্টমেন্ট।

অন্যদিকে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে দেশসেরা ওপেনার তামিম ইকবাল।আর ১৯ রান করলেই তিনি দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রান করে ফেলবেন।

সর্বশেষ দুটি টেস্ট সিরিজ খুব খারাপ গেছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-০ ব্যবধানে ধোলাই হওয়ার পর দেশের মাটিতে শ্রীলংকার কাছে ১-০ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে। পরাজয়ের চেয়েও বড় কথা হলো, মুশফিক-লিটন-সাকিব ছাড়া দলের বাকিদের পারফর্মেন্স ছিল জঘন্য। যে কারণে সরে যেতে বাধ্য হন অধিনায়ক মুমিনুল। এবার নতুন অধিনায়ক সাকিবের নেতৃত্বে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে