বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১০:৫০:২৪

মেসিকে আটকাতে পরিকল্পনা! প্রকাশ্যে ব্রাজিলের সেই ভিডিও!

মেসিকে আটকাতে পরিকল্পনা! প্রকাশ্যে ব্রাজিলের সেই ভিডিও!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি এমন একজন ফুটবলার, যিনি একাই বিপক্ষ দলকে চাপে রাখেন। তাঁকে নিয়েই যেমন নিজের দল পরিকল্পনা সাজায়, তেমনই বিপক্ষ দলও তাঁকে আটকানোর কথাই ভাবে। 

তিন বছর আগে ব্রাজিল দলও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের আগে শুধু েমসিকেই আটকানোর জন্য পরিকল্পনা করেছিল। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে।

ফুটবল বিশ্বে এমন ব্য়ক্তি খুব কমই আছেন যিনি মেসিকে সমীহ করে চলেন না। একাধিক বাঘা বাঘা ডিফেন্ডারকে ঘোল খাইয়ে জালে বল ঢুকিয়েছেন তিনি। 

ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, বিপক্ষের ঘুম ছুটিয়ে দেওয়ার জন্য মেসি নামটাই যথেষ্ট। ফলে মেসির বিপক্ষে খেলতে নামার আগে বিপক্ষকে আলাদা করে পরিকল্পনা করতে হয়। 

এবার সেই পরিকল্পনার একটি ভিডিয়ো সামনে এল। ২০১৯ সালের Copa América সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল Brazil ও Argentina। যে ম্যাচে Argentina-র উপর দাপট বজায় রেখে ২-০ গোলে জেতে ব্রাজিল। 

সেই ম্যাচের আগে মেসিকে আটকাতে রীতিমতো প্রস্তুতি সেরেছিল সেলেকাওরা। সম্প্রতি ‘All or Nothing: Brazil National Team’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পায়। যেখানে Brazil দলের থিঙ্ক ট্য়াঙ্করা মেসিকে আটকাতে তাঁদের পরিকল্পনার কথা জানান।

Casemiro থেকে Gabriel Jesus, সবার মুখে একটাই কথা ছিল, কী করে Lionel Messi-কে আটকানো যায়? সেই পরিকল্পনাই ওঁরা করেছেন অধিকাংশ সময়। ক্লাব ফুটবলে মেসির ভিডিয়ো দেখে একেকটা মুভ দেখে পরিকল্পনা করেছেন। 

ব্রাজিলের কোচ Tite এই তথ্যচিত্রে বলেন, “আমরা টুর্নামেন্টের সেরা ছিলাম। তাই বাকি দল নিয়ে চিন্তা ছিল না, আমাদের চিন্তা ছিল মেসিকে নিয়ে। ওকে আটকাতে পারলে দল আটকে যাবে।” এরপর পরিকল্পনা অনুযায়ী মাঠে নেমে জয়লাভ করে Brazil।

এই ভিডিয়োটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় বেড়ে গেছে LIonel Messi-র বন্দনা। একজন লিখেছেন, “একজনের জন্য এত প্রস্তুতি! ” অন্য একজন লিখেছেন, “Brazil দলের সদস্যদের কথা শুনলেই বোঝা যায় ওরা Lionel Messi-কে কতটা ভয় পায়।” অপর সমর্থক লেখেন, প্রতিটা ডিটেইল অনুসরণ করে Lionel Messi। ও নিজেই ফুটবল।

শারীরিক দিক থেকে মেসিকে দেখলে বিপক্ষের ভয় পাওয়ার কারণ নেই। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার নিরীহ মানুষ তিনি। কিন্তু পায়ে বল পেলে তিনি কী করতে পারেন তা ফুটবলের জ্ঞান রাখা প্রত্যেকেই জানেন। 

বছরের পর বছর ধরে এটাই চলে আসছে। তাঁর মাধ্যাকর্ষণের লোয়ার সেন্টার তাঁকে এই ড্রিবলিংয়ের ক্ষমতা দেয়। ফলে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি একজন পারফেক্ট ফিনিশার ও প্লে মেকার।

বর্তমানে আর্জেন্টিনা দল তাদের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শেষ ১৭টা ম্যাচের মধ্যে ১১টা জিতেছে তারা। অন্যদিকে ক্লাব ফুটবলে ফুল ফোটাতে না পারলেও দেশের জার্সি গায়ে ফুল ফোটাচ্ছেন Messi। EURO Cup চ্যাম্পিয়ন Italy-কে ৩-০ হারানোর দিন দুটো অ্যাসিস্ট করেছিলেন Lionel Messi। 

ফ্রেন্ডলি ম্যাচে Estonia-র বিরুদ্ধে পাঁচ গোল একাই করেছিলেন তিনি। এই সেরা সময়টা ধরে রাখতে পারলেই মিলবে FIFA World Cup।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে