শুক্রবার, ১৭ জুন, ২০২২, ১২:৫৭:৩৭

ইংল্যান্ডে পৌঁছাতেই ভারতীয় দল নিয়ে উঠছে নানা প্রশ্ন

ইংল্যান্ডে পৌঁছাতেই ভারতীয় দল নিয়ে উঠছে নানা প্রশ্ন

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। গত সিরিজের না হওয়া টেস্টটি খেলবে ভারত কিন্তু দলের সঙ্গে যাননি অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবারই ইংল্যান্ড রওনা হয়ে গিয়েছিল ভারতীয় দল। 

যে দলে ছিলেন বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাডেজারা কিন্তু দেখা যায়নি অধিনায়ক রোহিত শর্মাকে। মুম্বাই বিমানবন্দরে রোহিতের অনুপস্থিতি নজরে ছিল। তিনি না থাকায় ইংল্যান্ডে পৌঁছাতেই ভারতীয় দল নিয়ে উঠছে নানা প্রশ্ন।

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট না খেলেই ফিরে আসতে হয়েছিল ভারতকে। সেই শেষ টেস্ট খেলতেই এ বার ইংল্যান্ড পাড়ি দিলেন কোহলিরা। টেস্ট সিরিজ়ের পরে থাকছে সাদা বলের দ্বৈরথও। চোটের কারণে ১ জুলাই থেকে শুরু হওয়া একমাত্র টেস্টে খেলতে পারবেন না কে এল রাহুল। 

রোহিতের অনুপস্থিতি নজরে আসার পরে সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠে যায়, তা হলে কি ভারত অধিনায়কও চোটের সমস্যায় ভুগছেন? অতীতে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা সফরেও চোট বাধা হয়ে দাঁড়িয়েছিল রোহিতের কাছে।

পরে আবার শোনা যায়, রোহিত নাকি সবে মুম্বাই ফিরেছেন। তিনি ইংল্যান্ড যাবেন ২০ তারিখ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শেষে কোচ রাহুল দ্রাবিড়, ঋষভ পান্থদেরও ওই দিন যাওয়ার কথা। একই দিনে রওনা দেবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আয়ারল্যান্ড সফরের দলও। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে