শুক্রবার, ১৭ জুন, ২০২২, ০৭:৩৬:০৩

ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ স্কোর করে নতুন বিশ্বরেকর্ড!

ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ স্কোর করে নতুন বিশ্বরেকর্ড!

স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে ইংল্যান্ডের মূল দল যখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে, তখন তাদের আরেকটি দল আছে নেদারল্যান্ডস সফরে। সেখানে প্রথম ওয়ানডেতেই তারা করেছে ৪ উইকেটে ৪৯৮ রান। যা ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ স্কোর। সেঞ্চুরি করেছেন তিন ব্যাটার।

শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামে ইংল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নাম ইংল্যান্ড পুরো ৫০ ওভার খেলে ৪৯৮ রান করেছে। উইকেট গেছে মাত্র ৪টি। 

এর মাধ্যমে ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলে তারা। এর আগেও অবশ্য সর্বোচ্চ রানটা করেছিল ইংল্যান্ডই। তারা ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামশায়ারে ৬ উইকেট হারিয়ে ৪৮১ রান করেছিল। 

এদিকে ম্যাচটিতে তিন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার, ডেভিড মালান এবং ফিল সল্ট সেঞ্চুরি হাঁকান। এর মধ্যে মালান ১২৫ এবং সল্ট ১২২ রান করে আউট হন। অন্যদিকে বাটলার ৭০ বল খেলে ১৬২ রান করে অপরাজিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে