শুক্রবার, ১৭ জুন, ২০২২, ১১:২১:৫৮

দুর্দান্ত ব্যাটিং হার্দিক ও দীনেশের, নাটকীয় জয় ভারতের!

দুর্দান্ত ব্যাটিং হার্দিক ও দীনেশের, নাটকীয় জয় ভারতের!

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ব্যাটিং করলেন হার্দিক ও দীনেশ, নাটকীয় জয় ভারতের! ছোট ফরম্যাটে তারা বিশ্বের এক নম্বর দল। সেই ভারতীয় দলকে তো ঠিক এভাবেই দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো পারফর্ম করেন ব্যাটার-বোলাররা। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় দল খেললেও, রাহুল দ্রাবিড়ের আমলে সে দলও বেশ শক্তপক্ত। তিনটে ম্যাচ পর সেই দল মরণ-বাঁচন লড়াইয়ে একেবারে জ্বলে উঠল। আর সেই সৌজন্যেই টি-টোয়েন্টি সিরিজে ফিরল সমতা। অর্থাৎ শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ কার।

প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচ জিতে সিরিজ হারের হাত থেকে রক্ষা পেয়েছিল। তবে এদিন লড়াইটা ছিল আরও কঠিন। কারণ ইতিমধ্যেই রোহিত শর্মার অনুপস্থিতিতে ঋষভ পন্থের অধিনায়কত্ব  নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। 

এমনকী আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্বের জন্য বেছে নেওয়া হয়েছে আইপিএল চ্যাম্পিয়ন দল গুজরাটের ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়াকে। তাই রাজকোটের ২২ গজে আজ নিজেকে প্রমাণ করার তাগিদটা খুব বেশি পরিমাণে ছিল পন্থের (১৭)। ব্যাট হাতে তেমন কিছু করতে পারলেন না যদিও। তবে সতীর্থরাই তাঁকে এ যাত্রায় উতরে দিলেন। মন ভাল করে দেওয়ার মতো ইনিংস খেললেন হার্দিক পাণ্ডিয়া (৪৬) এবং দীনেশ কার্তিক (৫৫)।

চলতি বছরের আইপিএলেই ব্যাট হাতে সকলকে অবাক করেছিলেন। সেই দৌলতে এত বছর পর টি-২০ ফরম্যাটে জাতীয় দলে ডাক পড়ে কার্তিকের। নিরাশ করেননি। সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, তা কার্তিকের থেকে শিখতেই পারেন আগামীরা।-সংবাদ প্রতিদিন  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে