শনিবার, ১৮ জুন, ২০২২, ০৪:০৬:৫৪

ঋষভ পন্থের যে ভুল ধরিয়ে দিলেন গাভাস্কার

ঋষভ পন্থের যে ভুল ধরিয়ে দিলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : রাজকোটে দুর্দান্ত জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। টেম্বা বাভুমাদের ৮৭ রানে গুটিয়ে দিয়ে ভারত ৮২ রানের জয় তুলে নিয়েছে। তবে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক ঋষভ পন্থের ব্যাটিং নিয়ে সন্তষ্ট নন দেশটির কিংবদন্তি সুনীল গাভাস্কার।

অফ-স্টাম্পের বাইরের বলে বারবার খোঁচা দিয়ে আউট হচ্ছেন পন্থ। এজন্য পন্থের ওপর বেশ বিরক্ত গাভাস্কার, ধরিয়ে দিলেন ভুল। ম্যাচ চলাকালে ধারাভাষ্য দিতে গিয়ে গাভাস্কার বলেন, ‘সে অতীতের তিনটি আউট থেকে কোনো শিক্ষাই নেয়নি। ওরা (প্রোটিয়ারা) ওয়াইড বল করছে, আর সে (পন্থ) সেই বলগুলোই খেলার জন্য এগিয়ে যাচ্ছে। পেশীশক্তি ভালোভাবে কাজে পারছে না। অফ-স্টাম্পের বাইরের বলগুলোর দিকে তাকানো বন্ধ করতে হবে পন্থকে। ’

গাভাস্কার আরো বলেন, ‘পন্থ ২০২২ সালে ১০ বার অফ-স্টাম্পের বাইরের বল ব্যাটে লাগিয়ে আউট হয়েছে। ওই বলগুলোতে ব্যাট না লাগালে বেশিরভাগই ওয়াইড হতো। ভারত অধিনায়ক হিসাবে এক সিরিজে একইভাবে আউট হওয়া মোটেও ভালো দিক নয়। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে