শনিবার, ১৮ জুন, ২০২২, ০৯:৪৬:০০

কারা সুযোগ পাচ্ছেন ভারতের টি-২০ বিশ্বকাপ দলে? যা জানালেন সৌরভ

কারা সুযোগ পাচ্ছেন ভারতের টি-২০ বিশ্বকাপ দলে? যা জানালেন সৌরভ

স্পোর্টস ডেস্ক : আগামী রবিবার অর্থাৎ ১৯ জুন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিপাক্ষিক টি-২০ সিরিজের অন্তিম ম্যাচ আয়োজন করা হবে। বেঙ্গালুরুতে আয়োজিত এই ম্যাচে টিম ইন্ডিয়ার এই দ্বিতীয় সারির দলের কারছে শেষ সুযোগ থাকবে, যাতে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তাঁরা নিজেদের নাম তদ্বির করতে পারেন। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপের আসর বসতে চলেছে।

আশা করা হচ্ছে যে ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার এবং দীনেশ কার্তিক ইতিমধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত ১৫ দলের মধ্যে নিজেদের নাম লিখিয়ে ফেলতে পেরেছেন। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। 

তবে ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেকটা পজিশন নিয়েই যথেষ্ট সমস্যা রয়েছে। আর বিশ্বকাপ শুরু হতে হাতে মাত্র কয়েকটা মাসই বাকি রয়েছে। এই পরিস্থিতিতে কোন কম্বিনেশনে টিম ইন্ডিয়া মাঠে নামবে, তা নিয়ে ইতিমধ্যেই সমর্থকেরা চিন্তা শুরু করে দিয়েছেন।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বস্ত করেছেন যে গোটা ব্যাপারটাই রাহুল দ্রাবিড় নজরে রেখেছেন। তাঁর কথায়, আগামী মাসে ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দল কেমন পারফরম্যান্স করে, তার উপরেই বিশ্বকাপের কম্বিনেশন নির্ভর করছে।

সৌরভ বললেন, "রাহুল দ্রাবিড় (ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ) গোটা ব্যাপারটা দেখছে। উনি একটি নির্দিষ্ট সেটের ক্রিকেটার খেলানোর পরিকল্পনা করছেন। হতে পারে আগামী মাসে আয়োজিত ইংল্যান্ড সফর থেকে আমরা নজরে রাখতে শুরু করব যে কাদের কাদের আগামী অক্টোবর মাসে টি-২০ বিশ্বকাপে খেলানো যেতে পারে।"

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারত যথেষ্ট শক্তিশালী দল নামাবে বলেই আশা করা হচ্ছে। তার আগেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া টি-২০ ম্যাচে অনুশীলনের সুযোগ পাবে ভারতীয় ক্রিকেট দল। বর্তমানে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রাখা হয়েছে। 

অন্যদিকে চোটের কারণে দলের বাইরে রয়েছেন কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব। আশা করা হচ্ছে, আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় ক্রিকেট দলে বেশ কয়েকটা নতুন মুখ দেখতে পাওয়া যাবে। তবে কাদের শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ দেওয়া হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও আলোকপাত করতে পারেননি। সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে