রবিবার, ১৯ জুন, ২০২২, ০২:২৪:০৯

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে বড় দুঃসংবাদ!

 ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে বড় দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক : দেশজুড়ে শুরু হয়েছে বর্ষা। কোথাও কম আবার কোথাও বেশি। এই পরিস্থিতিতে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। গত চারটে ম্যাচে বৃষ্টি সমস্যা না হলেও এই ম্যাচে বৃষ্টির চোখরাঙানি রয়েছে। 

অন্যদিকে চিন্নস্বামীর মত ছোটো মাঠে বড় রানের সম্ভবনাও রয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই অলরাউন্ড অ্যাটাকে যাবে। ভারত চাইবে সিরিজ জিতে ইতিহাস তৈরি করতে আর দক্ষিণ আফ্রিকা চাইবে ভারতকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে।

চলতি সিরিজে এখনও পর্যন্ত শিশির সেভাবে সমস্যা করেনি। বৃষ্টিরও দেখা মেলেনি। প্রথম ম্যাচে দিল্লিতে বড় রান উঠেছিল, তবে তারপর বাকিদুটো ম্যাচে তা হয়নি। 

শেষ ম্যাচে ভারতীয় বোলাররা দুর্দান্ত কামব্যাক করেছে। তবে সবকটি ম্যাচে বোলাররা দাপট দেখিয়েছে। কোনও ম্যাচে ভারত তো কোনও ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলাররা। তবে এই ম্যাচটার মত ম্যাচের আবহাওয়া ও পিচও গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পূর্বাভাস অনুযায়ী, বেঙ্গালুরু শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। পুরো দিন আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভবনা ৭০ শতাংশেরও বেশি রয়েছে। বড় দুঃসংবাদ! বিকেল পাঁচটার পর বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা হবে ৭৪%। অর্থাৎ সবমিলিয়ে অস্বস্তিকর আবহাওয়া থাকবে না। ঠান্ডা পরিবেশেই খেলা হবে। তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জন্য যদি খেলা ভেস্তে যায় তাহলে সিরিজ ড্র হয়ে যাবে।

ছোটো বাউন্ডারি হওয়ায় চিন্নস্বামী স্টেডিয়াম ব্যাটারদের স্বর্গরাজ্য। একাধিক বড় রান হয়েছে এই পিচে। করোনা মহামারির আগে থেকে কোনও বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেনি ব্যাঙ্গালোর। এই পিচে কখনও স্পিনাররা সুবিধা করতে পারেননি। শুক্রবার ও শনিবার বৃষ্টি হওয়ায় মাঠ কিছুটা ভারী হতে পারে বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত চিন্নস্বামী স্টেডিয়াম ২৪টা টেস্ট, ২৮টা ওডিআই ও ৮টা টি-২০ আয়োজন করেছে। ৪০ হাজার দর্শকসংখ্যা বিশিষ্ট এই স্টেডিয়ামে বিশ্বকাপে ৫০ বলে শতরান করেছেন কেভিন ও ব্রায়েন। Royal Challengers Bangalore এই মাঠে ২৩৬ রান তুলেছিল। Chris Gayle করেছিলেন ১৭৫ রান।

৮টা আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ৫টা ম্য়াচে রান তাড়া করা দল জিতেছে। প্রথম ইনিংসে গড় রান ১৫৪। দ্বিতীয় ইনিংসে রান তোলার গড় বেশি। ফলে যেই দল টসে জিতবে তারা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে লাভবান হবে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে